রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।

বর্তমানে ড্রাইভিং লাইসেন্স দুটি তথ্যের সমন্বয় চেক করা যায়। প্রথমটি হচ্ছে রেফারেন্স নাম্বার ও জন্ম তারিখ দিয়ে। আর দ্বিতীয়টি হলো ড্রাইভিং লাইসেন্স নাম্বার ও জন্ম তারিখ দিয়ে। আজকের বিষয় রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম। চলুন জেনে নেই কিভাবে করা যায় রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।

কিছুদিন পূর্বেও ড্রাইভিং লাইসেন্সের যেকোন তথ্য জানতে আমাদের যেতে হতো BRTA এর নির্ধারিত সার্কেল অফিসে। এখন আর সেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের তথ্য জানতে হয় না। ঘরে বসেই আমরা সহজেই চেক করতে পারি ড্রাইভিং লাইসেন্সের অবস্থা।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।

BRTA বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি ৩টি পদ্ধতির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার ব্যবস্থা করেছেন। যে কোন একটি পদ্ধতির মাধ্যমে একটি তথ্য ব্যবহার করে আপনি ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্সের অবস্থা চেক করতে পারবেন। মাধ্যম তিনটি হলো-

  1. অনলাইন বা BRTA এর ওয়েবসাইটের মাধ্যমে।
  2. DL চেকার এপস ব্যবহার করে।
  3. মোবাইল SMS এর মাধ্যমে।

আজ আমরা উপরের তিনটি পদ্ধতির মাধ্যমে রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম জানবো। তো চলুন আলোচনা করা যাক রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম।

আরো জানুনঃ

অনলাইন বা BRTA এর ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইন বা BRTA এর ওয়েবসাইটের মাধ্যমে রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে প্রথমে প্রবেশ করতে হবে এই http://my.brta.gov.bd/dl_status.php ঠিকানায়। এর পর আপনার সামনে নিচের চিত্রটি সামনে চলে আসবে।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।

উপরের চিত্রে দুটি তথ্য পূরন করতে হবে। যথা-

প্রথমে DL Ref No. বা ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার টাইপ করতে হবে। আবেদনের পর আপনাকে যে স্লিপটি দেওয়া হয় সে স্লিপে রেফারেন্স নাম্বার দেওয়া থাকে।

দ্বিতীয়ত Date of Birth বা জন্ম তারিখ বসাতে হবে। জন্ম তারিখ বসাতে প্রথমে দিন এর পর মাস এবং শেষে বছর সিলেক্ট করতে হবে।

সব শেষে Submit বাটনে ক্লিক করলেই আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস দেখতে পাবেন।

বিঃদ্রঃ বর্তমানে উপরের অনলাইনের এই মাধ্যমের সেবা সব সময় নাও পেতে পারেন। তবে নিচের ২টি মাধ্যমের সেবা সব সময় পাওয়া যায়।

DL চেকার এপস ব্যবহার করে।

DL চেকার এপের মাধ্যমে রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে একটি স্মার্ট মোবাইল ফোন দরকার হবে। এবং সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

এরপর নিচের নিয়ম অবলম্বন করতে হবে।

প্রথমঃ আপনার স্মার্ট মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে DL চেকার app লিখে।  DL চেকার app লিখে সার্চ বাটনে ক্লিক করলেই আপনি DL চেকার app পেয়ে যাবেন।

দ্বিতীয়ঃ অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।

তৃতীয়ঃ অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করে নিতে হবে। ওপেন করার সাথে সাথে নিচের চিত্রটি চলে আসবে।

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম।

চতুর্থঃ উপরের পেইজটি ওপেন হলে প্রথম বক্সে BRTA এর রেফারেন্স নাম্বার বসাতে হবে। তারপর নিচের বক্সে Date of Birth সিলেক্ট করতে হবে। দিন-মাস-বছর এইভাবে সিলেক্ট করতে হবে।

পঞ্চমঃ সব শেষে একেবারে নিচের সবুজ চিহ্নিত Search বাটনে ক্লিক করতে হবে।

Search বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা দেখা যাবে। অর্থাৎ কোন অবস্থায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে তা দেখা যাবে।

মোবাইল SMS এর মাধ্যমে।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার সবচেয়ে সহজ এবং সুবিধা জনক মাধ্যম হল মোবাইল SMS এর মাধ্যম। মোবাইল SMS এর মাধ্যমে চেক করতে প্রয়োজন হয় না কোন স্মার্ট ফোন বা কোন ইন্টারনেট সংযোগের। নরমাল য্বে কোন একটি বাটন মোবাইল হলেই চেক করা যায়।

আপনি যদি মোবাইল SMS এর মাধ্যমে রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে চান তাহলে আপনাকে নিম্মের পদ্ধতি অবলম্বন করতে হবে। যথা-

প্রথমঃ আপনার মোবাইলে মেসেজ অপশনে যেতে হবে।

দ্বিতীয়ঃ মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে DL<space> রেফারেন্স নাম্বার। যেমন DK023456L00001

তৃতীয়ঃ রেফারেন্স নাম্বার বসিয়ে পাঠাতে হবে ২৬৯৬৯ এই নাম্বারে।

মেসেজ সেন্ট করার ২-৫ মিনিটের মধ্যেই আপনার ড্রাইভিং লাইসেন্সের অবস্থা জানিয়ে একটি মেসেজ চলে আসবে।

রেফারেন্স নাম্বার দিয়ে আমরা তিনটি মাধ্যমে আমাদের ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারি। চেক করার সময় বিভিন্ন স্ট্যাটাস দেখায়। এখন আমরা জানবো বিভিন্ন স্ট্যাটাস এর অর্থ। চলুন জেনে নেই ড্রাইভিং লাইসেন্সের বিভিন্ন স্ট্যাটাসের অর্থ।

ড্রাইভিং লাইসেন্সের বিভিন্ন স্ট্যাটাস।

  • PRINT ERROR- এই রকম মেসেজ আসলে আপনাকে বুঝতে হবে আপনার প্রদত্ত তথ্যে গড়মিল রয়েছে। দ্রুত BRTA এর নির্ধারিত সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে।
  • READY FOR PRINT- এর অর্থ আপনার ড্রাইভিং লাসেন্স অনুমোধন হয়ে প্রিন্টের জন্য প্রস্তুত রয়েছে।
  • QUALITY CHECK(READING COMPLETE)- এই মেসেজ হলে বুঝতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়ে চেকিং হচ্ছে।
  • READY FOR DISPATCH- এর অর্থ আপনার লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে সংশ্লিষ্ট সার্কেল অফিসে প্রেরণ করার জন্য প্রস্তুত হয়ে আছে।
  • DISPATCHED-BRTA এর সংশ্লিষ্ট সার্কেল অফিসে প্রেরণ করা হয়েছে।
  • SHIPMENT HAND OVER TO POST-BRTA এর সংশ্লিষ্ট সার্কেল অফিসকে ড্রাইভিং লাইসেন্সটি বুঝিয়ে দেওয়া হয়েছে।
  • SHIPMENT RECEIVE IN CIRCLE OFFICE- এর মানে সার্কেল অফিস স্মার্ট কার্ডটি গ্রহন করেছে।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।

ড্রাইভিং লাইসেন্স এর আবেদনের যাবতীয় কাজ শেষ করে কিছুদিন অপেক্ষা করতে হয়। অনেক সময় অল্প দিনের মধ্যে স্বপ্নের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি হাতে পাওয়া যায়। কখনো কখনো অনেক দেরি হতে পারে। তখন আমাদের এটি চেক করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

এছাড়া লাইসেন্স হাতে পাওয়ার পর এটি সঠিকতা যাচাই করার জন্য ও চেক করতে হয়। তাই সহজে যেভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় তার ব্যবস্থা করেছে BRTA বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি।

তাই আধুনিক এই প্রযুক্তির যুগে আমরা ঘরে বসে কোন চিন্তা না করে আমাদের আবেদন করা ড্রাইভিং লাইসেন্স এর অবস্থা চেক করতে পারি খুব সহজেই।

অতএব লাইসেন্সের আবেদনের সমস্ত কাজ তথা লিখিত ও মৌখিক পরিক্ষা, ফিল্ড টেষ্ট, বায়োমেট্রিক(ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর, আঙ্গুলের ছাপ) দেওয়ার পর অপেক্ষা আর টেনশন না করে নিজে নিজেই চেক করে জেনে নিন আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা।

আরো জানতে ক্লিক করুনঃ

শেষ কথা।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপরের নিয়মটি যদি আপনি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে লাইসেন্সের আবেদনের খোজ নিতে আর BRTA এর সার্কেল অফিসে যেতে হবে না। ঘরে বসেই আপনি চেক করতে পারবেন। আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারলেন কিভাবে করা যায় রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

2 thoughts on “রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।”

  1. আপনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না কেন? প্লিজ একটু যোগাযোগ করবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যে মেইলের মাধ্যমে মেসেজটি করেছি ওখানে ইমেইল করলে হবে

    Reply

Leave a Comment