BMET Smart Card Download. How to get BMET Smart Card(বাংলা)।

আপনি কি বিএমইটি কার্ড ডাউনলোড (BMET Smart card download) করতে চান? অথবা BMET Smart card download by passport number এ বিষয়ে বিস্তারিত জানতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো কিভাবে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে passport number দিয়ে BMET Smart card download করা যায়।

বিএমইটি স্মার্ট কার্ডের জন্য BMET বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এ আবেদন করে কিছুদিন আপেক্ষা করতে হয়। অনেকের ১দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যায়। অতঃপর মোবাইলে ম্যাসেজ প্রাপ্তির পর সংশ্লিষ্ট অফিসে গিয়ে কার্ড সংগ্রহ করতে হয়।

সমস্ত কাজ শেষ করার পর মোবাইলে মেসেজ আসার পর অনেকেই জানেনা রেডি BMET Smart card কি ভাবে download করা যায়। আজ আমরা বিস্তারিত জানবো কিভাবে BMET Smart card download করা যায়।

BMET Smart Card Download.

পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট, ট্রেনিং সার্টিফিকেট সহ সমস্ত কাগজ জমা দানের পর BMET অফিস আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে যখন স্মার্ট কার্ড রেডি করবে তখন আপনি দুটি মাধ্যমে এই BMET Smart card download করতে পারবেন।

  1. আমি প্রবাসি ওয়েব পোর্টাল এর মাধ্যমে।
  2. আমি প্রবাসি মোবাইল App,s এর মাধ্যমে।

নিম্মে BMET Smart card download করার প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হলো।

ওয়েব পোর্টাল এ প্রবেশ।

ওয়েবসাইটের মাধ্যমে BMET Smart card download করার প্রথম ধাপ হলো BMET এর ওয়েব পোর্টাল https://amiprobashi.com/download-clearance.html এই ঠিকানা প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর আপনার সামনে নিম্মের পেইজটি ওপেন হবে।

BMET Smart Card Download.

পাসপোর্ট নম্বর প্রদান।

উপরের পেইজে আসার পর ডান পাশে তিনটি অপশন রয়েছে। যথা-

  1. Enter passport number(পাসপোর্ট নম্বর প্রদান করতে হবে)।
  2. Enter CAPTCHA(আকাবাকা ক্যাপচা কোডটি সঠিক ভাবে পূরন করতে হবে)।
  3. সবশেষে Search বাটনে ক্লিক করতে হবে।

Search বাটনে ক্লিক করার পর আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর আপনার সামনে চলে আসবে BMET Smart card এর পিডিএফ কপি। পিডিএফ কপিটি নিম্মরুপ-

BMET Smart card download

এখানে যা যা থাকছে-

  • Clearance ID.
  • Name.
  • Passport Number.
  • Clearance Date.
  • Father,s Name.
  • Mother,s Name.
  • শেষে একটি QR কোড। যেটা স্ক্যান করে যাবতীয় তথ্য দেখা যাবে।

BMET Smart Card Download.

বিএমটি স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য যখন উপরের BMET Smart Card চলে আসবে তখন কার্ডের উপরের ডান দিকে থ্রি-ডট ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে আপনার কম্পিউটার বা মোবাইলে সেইব করে রাখতে পারবেন।

এভাবে আপনি যতবার ইচ্ছা ততোবার ডাউনলোড করে সেইব বা প্রিন্ট করে নিতে পারবেন। আর এই প্রিন্ট কপিই আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন।

আর যদি আপনার  BMET Smart Card রেডি না হয় তাহলে নিম্মের ছবির মতো দেখাবে এবং নিচে একটি মেসেজ দেখাবে।

BMET Smart Card Download.

অর্থাৎ আপনার BMET Smart Card  এখনো রেডি হয়নি তথা-

BMET Clearance card not found for Passport Number : A06915388

আরো জানুনঃ

How to get BMET Smart Card।

BMET Smart Card কি ভাবে পাবেন, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো।

BMET Smart Card পাওয়ার জন্য আপনাকে মোট ৪টি ধাপ অবলম্বন করতে হবে।

রেজিস্ট্রেশন বা BMET Database এ নিবন্ধন করতে হবে।

  • অনলাইনের মাধ্যমে(Ami Probasi App)। খরচ= ৩০০টাকা।
  • অপলাইন বা সরাসরি অফিসে গিয়ে। খরচ= ২০০টাকা।

রেজিস্ট্রেশন বা নিবন্ধনের যোগ্যতা।

  • বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিদের কমপক্ষে ৬ মাস মেয়াদের পাসপোর্ট থাকতে হবে।
  • নিজস্ব একটি সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।
  • দক্ষতা বা কোন যোগ্যতার সার্টিফিকেট থাকলে তা সংযুক্ত করতে হবে।
  • বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিদের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।

Work Permit এবং Visa সংগ্রহ করা।

দ্বিতীয় ধাপের প্রথম ও দ্বিতীয় কাজ হচ্ছে

  1. বিদেশে কাজের Work Permit বা ডিমান্ড লেটার/চাহিদাপত্র সংগ্রহ করা।
  2. Visa সংগ্রহ করা।

এই দুটি কাজ দুই ভাবে করা যায়। যথা-

  1. রিক্রুটিং এজেন্সির মাধ্যমে।
  2. সরাসরি নিজে নিজে।

Work Permit এবং Visa সংগ্রহ নিজে নিজে করা খুবই কঠিন। যারা খুবই দক্ষ এবং অভিজ্ঞ কেবলমাত্র তারাই নিজে নিজে করতে পারে।

নতুনদের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি ছাড়া সম্ভব নয়। তাই নতুনদের জন্য ভালো এবং লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করাই উত্তম।

ট্রেনিং গ্রহন করা।

BMET Smart Card পাওয়ার তৃতীয় ধাপ হলো ট্রেনিং গ্রহন করা। ট্রেনিং গ্রহন করতে পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র সহ BMET বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ৩দিনের একটি ট্রেনিং নেওয়া। ট্রেনিং শেষে সার্টিফিকেট গ্রহন করা।

ফিঙ্গারপ্রিন্ট দেওয়া।

বিএমইটি বা BMET Smart Card পাওয়ার সবশেষ ধাপ হলো প্রবাসি কল্যান মন্ত্রনালয়ে পাসপোর্ট,ভিসা, ওয়ার্ক পারমিট, ট্রেনিং সার্টিফিকেট জমা দিয়ে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া।

BMET Smart Card সংগ্রহ করা।

উপরের সমস্থ কাজ পর্যায়ক্রমে শেষ করার পর BMET বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে Smart Card সংগ্রহ করতে পারবেন।

  • এতে ১ থেকে ১৫ দিন সময় প্রয়োজন হতে পারে।
  • স্মার্ট কার্ড পেতে হলে কর্মসংস্থান দেশ অনুযায়ী ১০০০-২০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

এক নজরে BMET Smart Card পেতে যা যা দররকার(সামারী)।

আপনার BMET Smart Card পেতে হলে প্রবাসি কল্যান মন্ত্রনালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিসে নিম্মোক্ত কাগজপত্র জমা দিতে হবে।

  • রেজিস্ট্রেশন কার্ড বা জবসিকার্স কার্ড
  • ভেলিড পাসপোর্টের (মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে) প্রথম ৬ পৃষ্ঠার ফটো কপি।
  • Visa এর সত্যায়িত(দূতাবাস থেকে সত্যায়িত) কপি।
  • Work Permit এর সত্যায়িত(দূতাবাস থেকে সত্যায়িত) কপি।
  • চুক্তিপত্রের সত্যায়িত (৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত দূতাবাস থেকে সত্যায়িত) ফটোকপি।
  • ট্রেনিং বা বিএমইটি থেকে প্রশিক্ষন বা ব্রিফিং সার্টিফিকেট।
  • এইসব কাগজপত্র যাচাই-বাছাই করে আপনার সমস্ত বায়োডাটা মিলিয়ে ফিঙ্গার প্রিন্টের জন্য ডাকা হবে।
  • নির্ধারিত দিনে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আপনাকে একটি স্লিপ দেওয়া হবে। ঐ স্লিপে আপনার স্মার্ট কার্ড পাওয়ার একটি সম্ভব্য তারিখ দেওয়া থাকবে।
  • ঐ তারিখ অনুযায়ী অফিসে গিয়ে আপনি আপনার BMET Smart Card সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা।

এতো সময় আমরা জানলাম কিভাবে Download করা যায় BMET Smart Card এবং BMET Smart Card পাওয়ার সহজ উপয়। যেহেতু এই কার্ড ছাড়া আপনি বিদেশে যেতে পারছেননা। সেহেতু এই সম্পর্কে জানা থাকা একান্ত জরুরী। আশা করি উপরের লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে এই বিষয়ে সঠিক ধারনা পেয়ে যাবেন।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment