আপনি কি আপনার জমির মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান? তাহলে আজকে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে ঘরে বসে অনলাইনে জমির মৌজা ম্যাপটি দেখতে, ডাউনলোড করতে অথবা মৌজা ম্যাপের সার্টিফাইড কপি ঘরে বসে পেতে পারবেন। তো চলুন জেনে নেয়া যাক মৌজা ম্যাপ ডাউনলোড ২০২৩ এর নিয়ম।
ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইটের মাধ্যমে মৌজা ম্যাপ অপশন থেকে এলাকা, ম্যাপের ধরন, সিট নম্বর বা দাগ নম্বর বা অন্যান্য তথ্য দিয়ে মৌজা ম্যাপ অনুসন্ধান করা যায়। এছাড়া অনলাইন থেকে সরাসরি এই লিংকে ক্লিক করে- https://eporcha.gov.bd/map-search-panel আবেদন করে ও ফি প্রদান করে মৌজা ম্যাপের সার্টিফাইড কপিও সংগ্রহ করা যায়।
মৌজা ম্যাপ ডাউনলোড করার নিয়ম
অনলাইনে মৌজা ম্যাপ দেখতে বা ডাউনলোড করতে https://eporcha.gov.bd/map-search-panel এই লিংটি ব্যবহার করে নিম্মোক্ত ৩(তিন) টি ধাপ অতিক্রম করে পরবর্তীতে ২(দুই) টি ধাপ পেরিয়ে সারটিফাইড কপির আবেদন ও ফি প্রদান করে মৌজা ম্যাপের সার্টিফাইড কপি হাতে পাওয়া যাবে। চলুন প্রথমে মৌজা ম্যাপ ডাউনলোড করার ৩টি ধাপ পর্যায়ক্রমে জেনে নেই।
ধাপ ১: ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রবেশ।
প্রথমে সরাসরি ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট ভিজিট করুন। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনাকে নিয়ে যাওয়া হবে মৌজা ম্যাপ-অনলাইন আবেদন ফরমে।
ধাপ ২: মৌজা ম্যাপ অনুসন্ধান
নিচের ফরমটিতে প্রথমে বিভাগ, জেলা এবং ম্যাপ টাইপ নির্বাচন করুন অর্থাৎ আপনি কোন ধরনের ম্যাপ চান তাহা সিলেক্ট করুন।
অতঃপর উপজেলা/থানা নির্বাচন করে মৌজা সিলেক্ট করুন। সবশেষে যদি সিট অনুযায়ী বা দাগ নম্বর অনুযায়ী ম্যাপ পেতে চান সেটা সিলেক্ট করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: মৌজা ম্যাপ Download করা।
উপরের ফরমের সর্ব নিচে অনুসন্ধান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে অনুসন্ধান সম্ভলিত নিচের ফরমটি। এখানে অনুসন্ধান ফলাফলে দেখা যাবে মৌজা বা নকশার সিট নং এবং মৌজার পূর্ণরূপ। এখান থেকেই আপনি আপনার কাঙ্ক্ষিত মৌজা ম্যাপটি ডাউনলোড করতে পারবেন।
মৌজার সার্টিফাইড কপি হাতে পাবো কিভাবে?
এতো সময় আমরা জানলাম কিভাবে মৌজা ম্যাপ অনুসন্ধান বা দেখা যাবে অথবা ডাউনলোড করা যাবে। এবার আমরা জানবো মৌজার সার্টিফাইড কপি হাতে পাবো কিভাবে? মৌজার সার্টিফাইড কপি হাতে পেতে নাম ঠিকানা, মোবাইল নং এবং একটি ইমেইল নম্বর থাকতে হবে। অতঃপর নিম্মের দুটি ধাপ পেরিয়ে আবেদনের মাধ্যমে সার্টিফাইড কপি হাতে পাওয়া যাবে।
ধাপ ১: আবেদনকারীর নাম ঠিকানা এবং অন্যান্য তথ্য পূরণ।
উপরের ৩ নং ধাপ এর স্ক্রিনের নিচে সার্টিফাইড কপি পেতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। উক্ত বাটনে ক্লিক করলেই নিচের আবেদন ফরমটি চলে আসবে। আবেদন ফরমে আইডি নং, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখে যাচাই করুন বাটনে ক্লিক করুন। এসব তথ্য সঠিক থাকলে যাচাই বাটনে ক্লিক করলে তথ্য সঠিক হয়েছে বলে একটি ম্যাসেজ দেখা যাবে।
ধাপ ২: মৌজার সার্টিফাইড কপির ফি পেমেন্ট।
উপরের ফরমের যাবতীয় তথ্য পূরণের পর ফি পরিশোধের মাধ্যম অপশনে গিয়ে কোন মাধমে ফি পরিশোধ করতে চান সেই বাটনে ক্লিক করতে হবে। এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং একপেয়ে যেকোন একটি মাধ্যম বেছে নিতে পারেন। এখানে সাধারন ফি ৫২০ টাকা এবং ডাকযোগে পাঠানোর খরচ ১১০ টাকা সহ মোট ৬৩০ টাকা পরিশোধ করতে হবে।
তারপর ধারাবাহিকভাবে অনলাইন পেমেন্ট সম্পূর্ন করে আবেদন সাবমিট করুন। আবেদন সঠিকভাবে করার ১৫ দিনের মধ্যে আপনার মৌজা ম্যাপের সার্টিফাইড কপি ডাকযোগে আপনার ঘরে বা হাতে পেয়ে যাবেন।
শেষ কথাঃ
জমির সঠিক পরিমাপ করতে ও জমি ক্রয়-বিক্রয়ের প্রতারণার হাত থেকে বাচতে মৌজা ম্যাপের প্রয়োজনীয়তা অপরিসীম। অতএব এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম অনলাইনে মৌজা ম্যাপ কিভাবে পাওয়া যায়। এছাড়া জমির বিভিন্ন তথ্য বা খতিয়ান যাচাই করা যায় ভুমি মন্ত্রনালয় ওয়েবসাইট থেকে। অনুগ্রহ করে পোস্ট সম্পর্কিত কোন মতামত থাকলে কমেন্টে জানান, ধন্যবাদ।
তথ্যবহুল লেখা।
জেলা:ঢাকা থানা: আশুলিয়া মৌজা দিয়াবাড়ি
ভাই আপনার মন্তব্য বুঝি নাই, দয়া করে কি জানতে চান, তাহা বুঝিয়ে বলুন।
আমি একমাস হলো মৌজা ম্যাপের পে করে আবেদন করেছি এখনো হাতে পেলাম না, 01869378278
যদি ঠিকানা আপনি যথাযথ ভাবে দিয়ে থাকেন এবং ঠিকঠাক ভাবে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার হাতে এসে যাবে।