মামলা দেখার উপায়

বাংলাদেশ সরকার আদালতের মামলা ডিজিটালাইজড করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ইতো মধ্যে অনলাইনে মামলা দেখার জন্য দুটি পদ্ধতি( একটি অ্যাপ ও একটি ওয়েবসাইট) চালু করেছে। এই জন্য অনেকেই অনলাইনে মামলা দেখার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকে। যারা জানতে চান কিভাবে অনলাই মামলা দেখা যায়, তাদের জন্য আজকের এই লেখাটি। চলুন জেনে নেই, মামলা দেখার উপায়

মামলা দেখার উপায়

ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সব সময় বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যেই নাগরিকদের সেবার মান ডিজিটালাইজড করার জন্য তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এখান তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা। মামলা মোকদ্দমার সেবা  কিভাবে অনলাইনের মাধ্যমে দেয়া যায় তা নিয়ে কাজ করে যাচ্ছে আইন বিভাগ ।

বিচার প্রাথী/ফরিয়াদীরা যাতে আইনজীবীর সাহাজ্য ছাড়া যেকোন মামলার তথ্য ঘরে বসে জানতে পারে সে ব্যবস্থা করেছে আইন বিভাগ। এখন আর আপনাকে মামলার অবস্থা বা তারিখ অথবা হাজিরার তারিখ জানার জন্য আইনজীবীকে ফোন দিতে হবে না। অনলাইনের মাধ্যমে সহজেই পারবেন মামলার তথ্য জানতে।

অনলাইনে মামলার তথ্য জানার পদ্ধতি দুটি। যথা-

  1. My court মোবাইল Application এর মাধ্যমে।
  2. Causelist.judiciary.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে।

My court মোবাইল Application এর মাধ্যমে।

মোবাইলের মাধ্যমে মামলা দেখার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে “MY COURT”  অ্যাপটি ডাউনলোড করে নিন। অতঃপর এটির মাধ্যমে কিভাবে মামলার তথ্য দেখতে পারবেন তার জন্য নিচের ধাপ গুলো অনুসরন  করতে পারেন।

অ্যাপস এর ভিতরে প্রবেশ করলেই অন্যান্য অপশনগুলো নিচের মতো বাম পাশের প্রথম পেইজটি চলে আসবে। এরপর প্রথম পেইজের নিচে মামলা অনুসন্ধান বাটনে ক্লিক করলেই ডান পাশের পেইজটি চলে আসবে। এখানে আপনার মামলার কিছু তথ্য পূরণ করতে হবে। যেমন- বিভাগ, জেলা, অধস্তন আদালতের নাম এবং সব শেষে মামলার নম্বর ও সন একসাথে( যেমন-১২০/২০২২) বসাতে হবে।

মামলা দেখার নিয়ম

উপরের ডান পাশের পেইজের সব তথ্য পূরণ করার পর নিচের অনুসন্ধান করুন বাটনে ক্লিক করতে হবে। অনুসন্ধান বাটনে ক্লিক করলেই নিচের বাম পাশের ছবিটি আপনার মোবাইলে চলে আসবে।

মামলা দেখার নিয়ম

উপরের বাম পাশের প্রথম পেইজে আপনার মামলার বাদী-বিবাদী দেখা যাচ্ছে। এরপর বিস্তারিত দেখার জন্য দেখুন বাটনে ক্লিক করুন। দেখুন বাটনে ক্লিক করলেই আপনার সামনে ডান পাশের পেইজটি চলে আসবে।

এই পেইজে আপনার মামলার আরো  বিস্তারিত তথ্য দেখা যাবে। যেমন-মামলা ফাইলিং এর তারিখ, আগামী দুই মাসের শুনানীর তারিখ। এভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার মামলার বিবরণ জানতে পারবেন ঘরে বসেই।

আরো জানুনঃ

Causelist.judiciary.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে।

ওয়েবসাইটের মাধ্যমে মামলার তথ্য দেখার জন্য প্রথমে আপনাকে Causelist.judiciary.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করলেই আপনার সামনে নিচের পেইজটি চলে আসবে।

মামলা দেখার নিয়ম

উক্ত পেইজের উপরে ডান দিকে মামলা অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করতেই নিচের পেইজটি চলে আসবে।

মামলা দেখার নিয়ম

এই পেইজের প্রথমে বিভাগ, জেলা, অধস্তন আদালত এবং মামলার নম্বর/সন লিখুন। অতঃপর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই নিচের পেইজটি চলে আসবে।

মামলা দেখার নিয়ম

এখানে আপনার মামলার নাম্বর ও বাদী এবং বিবাদী দেখতে পাবেন। বিস্তারিত দেখার জন্য দেখুন বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই নিচের পাইজটি চলে আসবে।

মামলা দেখার নিয়ম

উপরে আপনার মামলার শুনানীর তারিখ, কার্যক্রম, সংক্ষিপ্ত আদেশ এবং মামলার বর্তমান অবস্থা দেখতে পাবেন। এভাবে উপরের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করলেই আপনি নিজে নিজে আপনার মামলার আবস্থা জানতে পারবেন। এক্ষেত্রে আইনজীবীর সহযোগীতার প্রয়োজন হবে না।

মামলার কার্যতালিকা দেখার নিয়ম

মামলার কার্যতালিকা অর্থাৎ কোন তারিখে একেকটি আদালতে কি পরিমান মামলা চলবে তার তালিকা দেখতে উপরের দুটি মাধ্যম ব্যবহার করতে হবে।

 My court মোবাইল অ্যাপ অথবা Causelist.judiciary.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দুটি মাধ্যমের যে কোন একটিতে প্রবেশ করে ই- কার্যতালিকা পেইজের ডানদিকের উপরের অধস্তন আদালত সিলেক্ট করুন।

মামলা দেখার নিয়ম

অতঃপর বিভাগ, জেলা, অধস্তন আদালত এবং তারিখ  সিলেক্ট করুন। সব শেষে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। অনুসন্ধান বাটনে ক্লিক করলেই আপনি কাঙ্ক্ষিত তারিখের মামলার কার্যতালিকা দেখতে পাবেন। এখানে মামলার নম্বর, তারিখ সহ কার্যক্রম এবং সংক্ষিপ্ত আদেশ দেখা যাবে।

মামলা দেখার নিয়ম

শেষ কথা।

নাগরিকদের মামলা সেবা সহজ করার লক্ষ্যে দেশের আইন বিভাগ আদালতকে ডিজিটালাইজড করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এই কাজের অংশ হিসেবে বাদী-বিবাদীগন অনলাইনে মামলার তথ্য এখন ঘরে বসেই জানতে পারছে। এখন আর মামলার হাজিরার তারিখ সহ অন্যান্য সাধারণ তথ্য জানার জন্য আইনজীবীকে ফোন করতে হবে না। তাই এই আর্টিকেলটি পড়লে আপনি সহজেই জানতে পারবেন মামলা দেখার উপায় ২০২৩।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment