প্রবাসী কল্যাণ ব্যাংক লোন। কোথায় পাবেন প্রবাসী লোন।

বাংলাদেশের বিপুল পরিমান বেকার জনগোষ্ঠী কাজের জন্য প্রতি বছর বিভিন্ন দেশে পাড়ি জমায়। অনেক বেকার যুবক আর্থিক সংকটের কারনে বিদেশে যেতে পারছেনা। বিদেশের যাওয়ার আশায় বিভিন্ন ব্যাংকে লোনের জন্য ঘুড়ে বেড়ায়। এই সব বেকারদের বিদেশে কর্মসংস্থানের জন্য যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাদের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক অন্যতম। আজকের আর্টিকেলটিতে আমরা আলোচনা করবো প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ে। চলুন জেনে নেই কি ভাবে পাওয়া যায় প্রবাসী কল্যাণ ব্যাংক লোন।

কোন ব্যাংক প্রবাসীদের জন্য লোন দেয়।

প্রবাসীদের জন্য বাংলাদেশের প্রায় সবকটি ব্যাংক কমবেশি আর্থিক সহায়তা দিয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে সহজ শর্তে লোন পাওয়া যায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। যারা প্রবাসে যেতে ইচ্ছুক কিন্তু টাকার অভাবে বিদেশে যেতে পারছেন না তারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে বেদেশে যেতে পারবেন।

এছাড়া বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকও প্রবাসীদের কল্যাণে কাজ করছে। তারাও প্রবাসীদের বা যারা নতুনভাবে বিদেশে যেতে চায় তাদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন সুবিধা পাওয়া যায়।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন।

বেকার লোকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে লোন দিতে ২০১১ ইং সনে গঠন করা হয় প্রবাসী কল্যাণ ব্যাংক । ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ লোকের ও বেশি বেকার দের লোন বিতরণ করেছে। তাই সহজ শর্তে বিনা জামানতে বিদেশে যাওয়ার জন্য পাওয়া যায় এই ব্যাংকের লোন।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন পাওয়ার নিয়ম।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে ব্যাংকটির সকল শর্ত মেনে প্রয়োজনীয় কাগজ পত্র ও ছবি নিয়ে নিকটস্থ শাখায় যোগাযোগ করতে হবে। এর পর ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে। এর পর লোনের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ব্যাংকে জমা দেতে হবে।

 লোন পেতে কি কি লাগে।

বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশ ফেরত লোকদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে নিম্মোক্ত বিষয় গুলো প্রয়োজন।

  • পাসপোর্টঃ বিদেশে যাওয়ার প্রথম শর্ত বৈধ পাসপোর্ট থাকা।
  • ভিসাঃ বিদেশে যাওয়ার জন্য ব্যাংক লোন পেতে প্রধান শর্ত হচ্ছে বৈধ ভিসা । বৈধ ভিসা ছাড়া লোন পাওয়ার যোগ্য বিবেচিত হবে না।
  • কোম্পানীর নিয়োগপত্রঃ বিদেশে যে কোম্পানী চাকুরী দেবে বা নিয়োগ দিবে সেই কোম্পানীর নিয়োগপত্র প্রয়োজন হবে।
  • ছবিঃ আবেদনকারীর সত্যায়িত চার কপি পাসপোর্ট আকারের ছবি।
  • নাগরিকত্বের সনদঃ বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সংবলিত সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া নাগরিকত্বের সনদ।
  • ম্যান পাওয়ার স্মার্ট কার্ডেঃ ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি।
  • NID কার্ডঃ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি।
  • জামিনদারঃ স্থানীয় দুই জন জামিনদার। যাদের লোন পরিশোধের সক্ষমতা রয়েছে।

জামিনদারদের যা যা জমা দিতে হবে।

  • ছবি এক কপি করে।
  • ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।
  • বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সংবলিত সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া নাগরিকত্বের সনদ।
  • জামিনদারদের যেকোনো একজনের স্বাক্ষর করা ব্যাংকের তিনটি চেকের পাতা।
  • লোন পরিশোধের অঙ্গিকারনামা।

লোন পেতে কয় দিন লাগে।

কারো বিদেশে যেতে লোন পেতে বেশি দিন লাগে না। উপরের সমস্ত কাগজ ও শর্ত পূরণ করলে মাত্র ৭-১০ দিনের মধ্যে লোন পাওয়া যায়। প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাগণ আবেদনকারীর বাড়িতে গিয়ে খুব অল্প সময়ে যাচাই বাছাই করে লোন প্রস্তুত করে থাকে। এক্ষেত্রে ৭ দিনের মধ্যে আবেদনকারীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বা তার সঞ্চয়ী হিসাবে লোনের টাকা জমা হয়ে যায়।

আরো জানুনঃ

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের প্রকারভেদ।

প্রবাসী কল্যাণ ব্যাংক সূত্রে জান যায় এই ব্যাংকে প্রবাসীদের জন্য ৪টি স্কীমের আওতায় লোন দিয়ে থাকে। যথা-

  1. অভিবাসন ঋণ বা মাইগ্রেশন ঋণ।
  2. পুনর্বাসন ঋণ।
  3. বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ।
  4. বিশেষ পুনর্বাসন ঋণ।

এসব স্কিমের আওতায় কোন রকম জামানত ছাড়াই একজন প্রবাসে গমনেচ্ছু ব্যক্তি অন্তত দুই বছর মেয়াদে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।

অভিবাসন ঋণ বা মাইগ্রেশন ঋণ।

বাংলাদেশী কোন নাগরিক চাকুরীর জন্য বিদেশে গমন করলে বা কোন প্রবাসী বিদেশে চাকুরীরত অবস্থায় ছুটিতে দেশে এসে পূণরায় বিদেশে গেলে আবেদনের প্রেক্ষিতে অভিবাসন ঋণ বা মাইগ্রেশন ঋণ সুবিধা নিতে পারবে। এ ক্ষেত্রে নতুন এবং রি-এন্টি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ১ থেকে ৩ লক্ষ টাকা অভিবাসন ঋণ গ্রহণ করতে পারবে।  আর এর মেয়াদ ২ মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ৩ বছর।

পুনর্বাসন ঋণ।

আপনি যদি একজন বৈধ প্রবাসী হোন এবং কোন কারনে দেশে ফেরত আসেন। তাহলে বৈধ প্রবাসী প্রমাণ সাপেক্ষে আবেদনের ভিত্তিতে এই পুনর্বাসন ঋণ সুবিধা নিতে পারেন। কৃষি ঋণ, মুরগীর খামার, মৎস্য চাষ, বায়োগ্যাস প্লান্ট, সৌর জ্বালানি, তথ্যপ্রযুক্তি, নারী উদ্যোক্তা ইত্যাদি খাতে পুনর্বাসনের জন্য ঋণ পাওয়া যায়।

এই ঋণের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর এবং সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। তবে জামানত বিহীন ঋণের পরিমান ৩ লক্ষ টাকা।

বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ।

প্রবাসীদের পরিবারের সদস্য বৃন্দ যেমন- মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, ছেলে-মেয়েরা যে কেউ তাদের আর্থিক ধকল কাটানোর লক্ষে বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণের আবেদন করতে পারবে। এই ঋণের মেয়াদ ও পরিমান অন্যান্য ঋণের মতো এবং কৃষি ঋণ, মুরগীর খামার, মৎস্য চাষ, বায়োগ্যাস প্লান্ট, সৌর জ্বালানি, তথ্যপ্রযুক্তি, নারী উদ্যোক্তা ইত্যাদি খাতে পুনর্বাসনের জন্য ঋণ পাওয়া যায়।

বিশেষ পুনর্বাসন ঋণ।

প্রবাসীরা যখন কোন বিষেশ কারনে বিদেশ থেকে চলে আসে তাদের জন্য এই ঋণ সুবিধা। যেমন করোনা কালীন সময়ে অনেক প্রবাসী চাকুরী হারিয়ে দেশে ফেরত আসেন। এদের আবেদনের প্রেক্ষিতে যে ঋণ দেওয়া হয়েছে তাকে বিশেষ পুনর্বাসন ঋণ বলে।

আরো বিস্তারিত জানুনঃ 

অভিবাসন ঋণ নীতিমালা। 

এই লোনের সুবিধা।

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের সুবিধা নিন্মরুপ-

  • বিদেশে গিয়ে এই লোন পরিশোধ করা যায়।
  • সুধের পরিমান কম তথা ৪ থেকে শুরু করে ৯% পর্যন্ত।
  • প্রবাসে থাকাকালীন কোন প্রবাসী সমস্যায় পড়লে এই ব্যাংক লোন প্রদান করে সাহায্য করে।
  • দেশে ফিরে আবার যেতে চাইলে এই ব্যাংক থেক লোন নিয়ে যেতে পারে।
  • দেশে ফিরে কোন ব্যবসা বাণিজ্য করতে চাইলে এই লোন সুবিধা পাওয়া যায়।
  • বিনা জামানতে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা রয়েছে।

শেষ কথা।

বাংলাদেশী নাগরিকদের সহজ শর্তে লোন দিয়ে থাকে প্রবাসী কল্যাণ ব্যাংক। তাই যে কোন নাগরিক শর্ত ও প্রয়োজনী ডকুমেন্টস জোগাড় করে এই ব্যাংকে লোনের আবেদন করতে পারবেন।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

39 thoughts on “প্রবাসী কল্যাণ ব্যাংক লোন। কোথায় পাবেন প্রবাসী লোন।”

  1. আসালাম্লাকুম কেমন আছেন, আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দোয়া করি, আমার নাম: আরমান ভূইয়া
    আমি কাতার প্রবাসী, আমি কাতার একটি কম্পানী খুলেছি, যার কারণে আমি কিছু টাকা লোন দিতে চাচ্ছি,
    এবং কম্পানির সারভিস বাড়ানো জন্য কিছু ইনবেশ করার দরকার,তাই আপনাদের সাথে যোগাযোগ করা?
    আমার নাম:আরমান ভূইয়া
    জেলা: বি-বাড়িয়া
    থানা:নবীনগর
    কাতার প্রবাসী
    মোবাইল :+৯৭৪৩১৪০১০৬১
    আমার কোম্পানি নাম :B BARIYA CITY CONT & CLEANING SERVICE W.L.L

    Reply
      • আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! স্যার আমার জন্মস্থান ফরিদপুর জেলার ভাংগা থানার নূরূল্যাগন্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে। পিতা : আব্দুল কাদির চোকদার।
        স্যার আমার বাবা ২০০৯ সালে মারা যায়,তারপর আমরা পরিবারের সবাই মিলে রাজশাহীতে ২০১৩ সালে স্থায়ীভাবে বসবাস শুরু করি, সেখানে আমাদের জায়গা আছে বাড়ি আছে, আমি ব্যাবসায় লস করে শুন্য অবস্থায় আছি। স্যার আমি কাজ শিখেছি বিদেশে যাওয়ার জন্য লোকের মাধ্যমে মেডিকেল করেছি, ফিঙ্গার প্রিন্ট করছি, বিমান টিকেট কাটার বাকি আছে, কিন্তু স্যার বিদেশে যাওয়ার মতো প্রয়োজনীয় টাকা নাই। আমি খুব আর্থিক ভাবে সমস্যায় আছি।আমায় যদি উপকার করতেন তাহলে খুব উপক্রিত হবো।

        Reply
        • ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আপনার কাছাকাছি কোন প্রবাশী কল্যান ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন। আর তাদের সাথে আপনার সমস্যার কথা বলতে পারেন। তারা একটা পরামর্শ দিবে।

          Reply
          • ভাইয়া আপনাদের এখানে সর্বোচ্চ কতো টাকা লোন দেওয়া হয় আমার Uk ভিসা work permit almost 25 lak লাগবে।kindly আমাকে জানাবেন ।

          • ঐ ব্যাংকে সাধারণত প্রান্তিক পর্যায়ে দক্ষতা সম্পন্ন শ্রমিকদের ৩-৫ লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকে।

      • আমি সৌদি যাওয়ার জন্য লোন করার জন্য আমি প্রবাসী কল্যাণের মাধ্যমে একটা লোনের আবেদন করতে চাইছিলাম।

        Reply
    • ওয়ালাইকুম আসসালাম।
      ভাই আরমান ভাই আপনি কেমন আছেন?
      আসলে বর্তমানে বিদেশে ব্যবসা করার জন্য বাংলাদেশের কোন ব্যাংক লোন দিবে না। কেননা ডলার সংকট। এছাড়া প্রবাসী কল্যান ব্যাংক সাধারণত বিদেশে যাওয়ার জন্য ১-৩ লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারে। যাদের ভিসা ওকে থাকে তারাই অগ্রাধিকার পায়।

      Reply
      • সিংগাপুরে রেজাল্ট সিট দেখালে আমাকে কি ৩ লাখ টাকা লুন দিবে কি ভাই

        Reply
        • জনাব, আপনি আপনার স্থায়ী ঠিকানার কাছাকাছি প্রবাসী কল্যান ব্যাংকের যে শাখা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। লোন দেওয়া একমাত্র তাদের এখতিয়ার।

          Reply
      • আসসালামুআলাইকুম ভাই আমি কিরগিজস্তানে যাওয়ার জন্য লোন নিতে চাচ্ছিরাম কিভাবে পেতে পেরি

        Reply
        • ওয়ালাইকুম আসসালাম।
          জনাব, আপনি কি ভিসা হাতে পেয়েছেন? তাহলে আপনার স্থায়ী ঠিকানার কাছাকাছি প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। তারা আপনাকে একটি সঠিক পরামর্শ দিবে।

          Reply
          • আসসালামু আলাইকুম ভাই আমি প্রবাসে সৌদি আরবে থাকি।
            এ মুহূর্তে আমি একটা কোম্পানিতে আছি কফিলের কাছে।
            আমি কি দেশ থেকে লোন নিতে পারব

          • ভাই বাংলাদেশ থেকে লোন নিতে আপনাকে দেশে আসতে হবে। তবে দেশে এসে পরবর্তী ভিসা রেডি করে লোনের জন্য যোগাযোগ করতে পারেন।

    • আমি একটি ঋন নিতে চাই, কি কি করতে হবে, আমার উপজেলা নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া দয়া করে যানাবেন

      Reply
      • জনাব, আপনি আপনার উপজেলায় যদি প্রবাসী কল্যান ব্যাংকের শাখা থাকে তাহলে সেখানে যোগাযোগ করুন অথবা উপজেলায় যদি ঐ ব্যাংকের শাখা না থাকে তাহলে জেলা শহরে যোগাযোগ করতে পারেন। তবে আপনার পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে।

        Reply
  2. আসসালামু আলাইকুম আমিন ভাই। ভাই আমি একজন দুবাই প্রবাসী এবং আমার নিজের ব্যবসা আছে ওখানে। আমার নিজেদের কোম্পানি। এখন হঠাৎ একটা কারণে বাংলাদেশে আসছি। আমি এখন একটু সামান্য আর্থিক অবস্থার কারনে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছি। আমি সসর্বোচ্চ কত টাকা নিতে পারবো। এবং কি কি ডকুমেন্টস আমাকে প্রেরণ করতে হবে?

    Reply
    • ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যদি দেশে এসে থাকেন তাহলে আপনার বাড়ির কাছের প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করতে পারেন। সেখানে দায়িতবপ্রাপ্ত কর্মকর্তার সাথে আপনার বিষয়টি আলোচনা করতে পারেন। তবে বিদেশে ব্যবসা করার জন্য ব্যাংক লোন এখন পাওয়া যাবে না। আপনি যদি যাওয়ার জন্য টকার দরকার হয় তাহলে ব্যক্তিগত ও পারিবারিক গ্যারান্টিতে ৩ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে। সবকিছু নির্ভর করবে ব্যাংক অফিসারের উপর।

      Reply
      • আসসালামু আলাইকুম,,
        আমি সার্ভিয়া যাবো,,কিন্তু আর্থিক সমস্যার মধ্যে আছি,, আমার ৫ লক্ষ টাকা রিন দরকার, কিভাবে কি করতে হবে, বুঝতে পারছি না,, পরামর্শ থাকলে জানাবেন প্লিজ।
        রিপন রাজশাহী থেকে ।।

        Reply
        • ওয়ালাইকুম আসসালাম।
          জনাব আপনার যদি পাসপোর্ট এবং ভিসা থাকে তাহলে আপনার কাছের প্রবাসী কল্যান ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে একটি ভালো পরামর্শ দিবে।

          Reply
      • আসসালামু আলাইকুম ভাইয়া আমি মিতু বেগম আমার দুই ভাই এবং বাবা ওমান থাকে দুই জন তারা কিছু ঋণে আছে এবং আমার মা দেশে থেকে একজন উদ‍্যক্তা হতে চান আর এক ভাই সৌদি গিয়ে ঠিক ভাবে কাজ পাচ্ছেনা তাই সে দেশে এসে কিছু করতে চায় এখন কত টাকা লোন দেওয়া যাবে বলবেন দয়া করে আমরা থাকি হচ্ছে টংগী আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভোলায়।মোবাইল -01919080185

        Reply
        • ওয়ালাইকুম আসসালাম। আপু প্রবাসী কল্যান ব্যাংক লোন দেয় শুধু বিদেশে যাওয়ার জন্য, যাদের ভিসা রেডি, এখন টাকার ওভাবে যেতে পারছেনা, তারাই একমাত্র এর সুবিধা নিতে পারে। আর এই ব্যাংক বিদেশে যাওয়ার জন্য ব্যাক্তি ভেদে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
          আর আপনার মা দেশে থেকে একজন উদ্যোক্তা হতে চায় সেটা ভালো। তবে আপনার মা কোন কাজে পারদর্শী সেটা নিয়ে নিজের কিছু পূঁজি দ্বারা কাজ শুরু করতে পারেন। আগে নিজে শুরু করুন তার পর স্থানীয় যে কোন ব্যাংকে গেলে আপনাকে সম্মান করবে।

          Reply
  3. আসসালামু আলাইকুম, আমার নাম মো:রবিউল হোসেন।আমি চট্টগ্রামের বাসিন্দা ওমান প্রবাসী।আমি আগামী জানুয়ারিতে দেশে যাবো। তখন পারিবারিক কিছু কাজের জন্য আমার 1.5 – 2 লক্ষ টাকার মতো লোন প্রয়োজন।চট্টগ্রামে প্রবাসী কল্যান ব্যাংক কোথায় আছে?আমি ওমানে থেকে কিভাবে এই লোনের প্রসেসিং শুরু করতে পারি? যাতে আমি দেশে যাওয়ার এক সপ্তাহের ভিতর লোনের টাকা পেতে পারি?

    Reply
    • ওয়ালাইকুম আসসালাম। জনাব আপনি দেশে এসে আপনার উপজেলা সদরে যোগাযোগ করতে পারেন অথবা গুগলে সার্চ করে প্রবাসী কল্যান ব্যাংকের শাখার তালিকা ও ঠিকানা পেতে পারেন।

      Reply
  4. Hi i am anower hosain.i am from mirsarai,chittagong..
    i live in Belgium..i have a belgium passport..here i do my business..i have a company in belgium..so i want know how can i get a personal loan from you?what is the procedure?
    I am waiting for your reply..

    Reply
    • আনোয়ার হোসাইন ভাই, আপনি যখন দেশে আসবেন তখন আপনার বাড়ির কাছের প্রবাসী কল্যান ব্যাংক এর যে কোন শাখায় যোগাযোগ করতে পারেন। তারাই আপনাকে বলে দিবে কিভাবে আপনি প্রবাসী লোন পাবেন।

      Reply
  5. আসসালামু আলাইকুম আমি প্রবাসী ভাইদের লোন নিতে চাচ্ছি কত দিনের ভেতর লোন পাওয়া সম্ভব না আছে আদালতে লোন দেয় প্রবাসিবংক

    Reply
    • ওয়ালাইকুম অ্নাআসসালাম। জনাব, আপনার বাড়ির কাছে বা জেলা বা উপজেলার কাছে যে প্রবাসী কল্যান ব্যাংকের শাখা রয়েছে,সেখানে যোগাযোগ করতে পারেন।

      Reply
  6. আসসালামু আলাইকুম,
    আমি মো: সাইফুল ইসলাম
    আমি স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চাচ্ছি, আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে স্টুডেন্ট ভিসার উপরে লোন নিতে পারবো। দয়া করে জানাবেন।

    Reply
    • প্রবাসী কল্যান ব্যাংক সাধারণত ভিসা আসার পর লোনের সুযোগ দিয়ে থাকে। তবে আপনি স্টুডেন্ট ভিসায় জাপান যেতে ব্যাংক সুযোগ দিবে কিনা সেটা আপনি আপনার কাছের যে কোন শাখায় গিয়ে যোগাযোগ করলে ভালো হয়। কেননা ঐ ব্যাংক যারা বাংলাদেশ থেকে প্রশীক্ষন নিয়ে বিদেশে যেতে চায় তাদের অগ্রাধিকার বেশি দিয়ে থাকে।

      Reply
    • ওয়ালাইকুম আসসালাম। জনাব, আপনি দেশে এসে আপনার বাড়ির কাছাকাছি কোন শাখায় যোগাযোগ করতে পারেন।

      Reply
  7. গাইবান্ধায় কি প্রবাসী কল্যাণ ব্যাংক আছে? যদি থাকে তাহলে ঠিকানাটা কি দিয়েন জনাব!

    Reply
    • জনাব, আপনি গাইবান্ধায় জেলা সদরে যোগাযোগ করতে পারেন। অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন।

      Reply
  8. আসসালামু আলাইকুম আমি মো: রতন আমি ডিসেম্বর বাড়িতে আসবো আমি এসে লোন নিতে চাই আমি মালয়েশিয়া প্রবাসী, আমার কোনো যায়গা জমি নেই কিন্তু আপনারা যে ডকুমেন্টস কথা বলেছেন সবই আছে আমার হাতে এখন কিভাবে কি করা যায়

    Reply
    • ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি দেশে এসে আপনার স্থায়ী ঠিকানার কাছাকাছি যে প্রবাসী কল্যান ব্যাংক রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন।

      Reply
  9. ভাই আমি অলরেডি দুবাইতে থাকি কিন্তু ফ্যামিলির কিছু জরুরি কাজের জন্য যদি আমি লোনটা নিতে চাই সেটাকি পসিবল?

    Reply
    • ভাই আপনি শুধু বিদেশে যাওয়ার জন্য লোন পেতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিশা আসার পর আপনার স্থানীয় শাখায় যোগাযোগ করতে পারেন।

      Reply

Leave a Comment