পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন।

বিদেশে যেতে ভিসার আবেদন করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পরই একজন নাগরিক ভিসার আবেদন করতে পারে। এছাড়া দেশের মধ্যে বিভিন্ন চাকুরীর ক্ষেত্রেও এই সার্টিফিকেট দরকার। অনেকে এটাকে ঝামেলা মনে করে। এখন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা গ্রহনের ব্যবস্থা রয়েছে। চলুন জেনে নেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনা কর্তৃক প্রদত্ত একটি প্রত্যয়নপত্র। বাংলাদেশের একজিন সু নাগরিকের প্রমানপত্র হচ্ছে এই সার্টিফিকেট। তাছাড়া আমি/আপনি যে,কোন প্রকার অপরাধের সাথে জড়িত নেই, অথবা আমি/আপনি কোন দেশের জন্য ক্ষতিকর নই, এই মর্মে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে সার্টিফিকেট প্রদান করা হয় তাই মূলত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কি কি লাগে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য যেসব কাগজপত্র লাগে তা হল:

  • কমপক্ষে ৩ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজের ছবি এক কপি।
  • পাসপোর্টে প্রদত্ত ঠিকানা অনুযায়ী আবেদনকারীর বর্তমান বা স্থায়ী ঠিকানার কোন একটি মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন হতে হবে।
  • বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি।
  • এম.আর.পি পাসপোর্টে যদি ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরুপ ন্যাশনাল আইডি কার্ড বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত জন্ম সনদপত্রের ফটোকপি।
  • বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানড কপি।
  • বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (পুলিশ ক্লিয়ারেন্স চালান কোড: ৭৩০১০০০১২৬৮১) ৫০০/- (পাঁচশত) টাকার অনলাইন বা অফলাইন চালান। ক্রেডিট/ডেবিট কার্ড ও বিকাশের মাধ্যমেও অনলাইনে চালান পরিশোধ করতে পারবেন।

উপরোক্ত সকল কাগজ ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ক্যান করতে হবে।

আরো জানুনঃ

ই পাসপোর্ট চেক করার নিয়ম।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন।

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করতে আপনাকে উপরোক্ত ডকুমেন্টস সাথে নিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে। নিম্মে চিত্র সহ নিবন্ধন প্রক্রিয়া দেখানো হলো।

ওয়েবসাইটে প্রবেশ।

নিবন্ধন করার জন্য আপনাকে প্রথম প্রবেশ করতে হবে এই https://pcc.police.gov.bd/ords/f?p=500:1:::::: ওয়েবসাইটে। এখানে প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

আবেদনের জন্য নিবন্ধন করা।

উক্ত পেইজ থেকে রেজিষ্ট্রেশন অপশন বাটনে ক্লিক করুন। নিবন্ধন করতে রেজিষ্ট্রেশন অপশন বাটনে ক্লিক করলেই নিচের পেইজ চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স নিবন্ধন

এখানে আপনাকে আপনার নাম, ইমেইল নং, মোবাইল নং, আইডি নং, পাসওয়ার্ড এবং ক্যাপসা কোড পূরণ করে ডানপাশের কন্টিনিউ বাটনে ক্লিক করুন।

মোবাইল নম্বর ভেরিফিকেশন।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

এ ধাপে মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি কোড দেওয়া হবে। এখানে কোডটি হচ্ছে- PCC AV 5977।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনএখন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন, সেই মোবাইল নম্বর থেকে একটি SMS সেন্ড করে একাউন্ট ভেরিফিকেশন করুন। আপনার মোবাইলের মেসেজ অপশনে যান> টাইপ করুন PCC<space>AV<space>5977 এরপর সেন্ড করুন 26969 নম্বরে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন।

পূণরায় লগইন করুন।

আপনার নিবন্ধন সম্পন্ন হলে পূণরায় এই https://pcc.police.gov.bd/ords/f?p=500:1:::::: ঠিকানায় লগইন করুন। নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

উপরের পেইজের Apply বাটনে ক্লিক করলেই নিচের পেইজ চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

আপনার মোবাইল নম্বর নিবন্ধন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড ও মোবাইল নম্বর দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করুন।

পুলিশ ক্লিয়ারেন্সের উদ্দেশ্য বাছাই।

উপরের পেইজের নিচে সাইন ইন বাটনে ক্লিক করলেই আপনার সামনে নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

আপনি কি কারনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করতে চাচ্ছেন সেটার উপর টিক চিহ্ন দিন। অর্থাৎ আপনি বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করলে Go abroad-এ টিক অথবা অন্যান্য প্রয়োজনে others এ টিক চিহ্ন দিন। এর পরে কোন দেশে যেতে চান সেটা সিলেক্ট করলেই আপনার সামনে নিচের পেইজ চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনএখানে আপনার ব্যক্তিগত তথ্য যথাযথভাবে পূরন করে আপনার পাসপোর্ট সাইজের (সাইজ ১৫০ কেবি ) একটি ছবি আপলোড করে Save & Next বাটনে ক্লিক করুন।

জরুরী যোগাযোগের ঠিকানা ।

উপরের পেইজের নিচে Save & Next বাটনে ক্লিক করলে নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

এখানে আপনার পাসপোর্ট অনুসারে জরুরী যোগাযোগের ঠিকানা (Emargency Contact Address, স্থায়ী ঠিকানা (Permanent Contact Address) এবং বর্তমান ঠিকান পূরণ করুন। ঠিকানা পূরনের পর নিচের বাম দিকে Delivery By সিলেক্ট করুন। শেষে Save & Continue বাটনে ক্লিক করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড কর।

উপরের পেইজের Save & Continue বাটনে ক্লিক করলেই নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

এই পেইজে আপনাকে Passport সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন আপলোড করতে হবে। উক্ত ডকুমেন্টস গুলো আপলোড করে ডানপাশের নিচে Save & Continue বাটনে ক্লিক করুন। ক্লিক করলে নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

আপনি যে সব ডকুমেন্টস অপলোড করেছেন সেগুলো দেখতে পাবেন। অতঃপর ডান দিকের নিচে Continue বাটনে ক্লিক করুন।

আপনার প্রদত্ত সকল তথ্য যাচাই করুন।

উপরের পেইজের নিচে Continue বাটনে ক্লিক করলে নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

যেখানে আপনার সমস্ত তথ্য দেখা যাবে। এখান থেকে ভালো করে রিভিশন দিন। যদি কোন ভুল থাকে  তাহলে Back বাটনে ক্লিক করে ভুল হলে সংশোধন করুন। কারণ আবেদন ভুল হলে সংশোধন করার সুযোগ নেই। সব তথ্য ঠিক থাকলে Final Submit অপশনে Tick দিয়ে Confirm বাটনে ক্লিক করুন।

ফি পরিশোধ করুন

Final Submit অপশনে Tick দিয়ে Confirm বাটনে ক্লিক করার পর নিচের মত একটি পেইজে কনফার্মেশন মেসেজ পাবেন।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এই পেইজ থেকে অনলাইনেই এ চালান পরিশোধ করতে পারবেন। এছাড়া এই পেইজে থাকবে Refarence No. যাহা পরবর্তীতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অবস্থা জানার জন্য প্রয়োজন হবে।

এখানে অনলাইনে ফি পরিশোধ করার জন্য নির্দেশনা ১ এর Click Here to Pay লেখাতে ক্লিক করুন। এ ধাপে সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ওপেন হবে।পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সোনালী ব্যাংক একাউন্ট,ডেবিট বা ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা- বিকাশ, রকেট, নগদ ও ট্যাপ থেকে চালান পরিশোধ করতে পারবেন।

আপনার চালানের অর্থ পরিশোধ করা হলে,পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এমন মেসেজ এবং চালান নম্বর পাবেন। অবশ্যই চালান কপিটির PDF ফাইল ডাউনলোড করে সংরক্ষন করতে হবে।

চালান PDF কপি ডাউনলোড ও আপলোড করুন

এবার চালানের PDF ফাইলটি আপলোড করার জন্য, My Account মেন্যুতে যান এবং, Upload Challan বাটনে ক্লিক করুন।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনআপলোড চালান বাটনে ক্লিক করার পর চালান ইনফরমেশন দেখতে পাবেন। এখান থেকে  Bank Name, District, Branch এর নাম সিলেক্ট করুন। তারপর, চালান জমার তারিখ ও চালান নং লিখে Check Challan বাটনে ক্লিক করুন।

Check Challan বাটনে ক্লিক করার পর নাম দেখা গেলে বুঝবেন চালান আপলোড হয়েছে। চালান আপলোড হলে, ডান পাশের Document File অপশনে চালানের ডাউনলোড করা PDF ফাইলটি আপলোড করুন। এই আপলোডের মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করা সম্পন্ন হলো।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment