কারো নামে মামলা আছে কিনা জানার উপায়

বর্তমানে সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন সময়ে অনেকের সাথে নানা কারনে বিরোধ বা ঝগড়া হয়। এই বিরোধ বা ঝগড়া অনেক সময় মামলা পর্যন্ত হয়ে থাকে। কেউ মামলা করেন গোপনে আবার কেউ প্রকাশ্যে করে থাকেন। মামলা যদি প্রকাশ্যে হয়ে থাকে তাহলেতো আপনি জানতে পারবেন। কিন্তু গোপনে হলে আপনি কিভাবে জানবেন তা নিয়ে থাকে অনেক চিন্তা। আজকের আলোচনার বিষয় কারো নামে মামলা আছে কিনা জানার উপায় নিয়ে। চলুন জেনে নেই, কারো নামে মামলা আছে কিনা জানার উপায়

কারো নামে মামলা আছে কিনা জানার উপায়

কারো নামে মামলা আছে কিনা তা জানার আগে আপনাকে স্মরণ করতে হবে আপনি কারো সাথে মারাত্মক বিরোধে জড়িয়েছেন কিনা। অথবা এমন কোন ঘটনা সংঘটিত হয়েছে যার কারনে মামলা হতে পারে এবং উক্ত ঘটনার সাথে আপনি সরাসরি জড়িত ছিলেন বা তার কাছাকাছি ছিলেন।

উপরোক্ত বিষয়ের সাথে যদি আপনি সংশ্লিষ্ট থাকেন, তাহলে আপনার চিন্তার বিষয় যে, আপনার নামে মামলা হয়েছে বা আছে কিনা। এখন আপনার নামে মামলা আছে কিনা তা জানার আগে আপনার জানতে হবে মামলা কোথায় দায়ের করা হয় বা কয় জায়গায় মামলা দায়ের করা যায়।

আরো জানুনঃ

মামলা কয় স্থানে দায়ের করা হয়।

বাংলাদেশে যে কোন মামলা দায়ের করা হয় দুই জায়গায় বা দুই স্থানে। যথা-

  1. সংশ্লিষ্ট থানায়।
  2. সংশ্লিষ্ট কোর্টে।

উপরে বলা হয়েছে যে, আপনি যদি কোন বিরোধ বা ঘটনার সাথে জড়িত থাকেন তাহলে আপনার চিন্তার বিষয় হলো আপনার নামে মামলা হয়েছে কিনা। তখন আপনি যদি জানতে চান যে, আপনা্র নামে কোন মামলা হয়েছে কিনা তাহলে আপনাকে উক্ত দু জায়গায় খোজ নিতে হবে। প্রথমত থানায় এরপর কোর্টে খোজ করতে হবে।

থানায় মামলা আছে কিনা তা জানার উপায়।

আপনি যদি মনে করেন যে, থানায় মামলা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট থানায় খোজ নিতে হবে। এক্ষেত্রে দুটি থানায় মামলা হতে পারে। যথা-বিরোধ বা ঘটনা যে থানার আওতায় সংঘটিত হয়েছে সেই থানায়। অথবা যে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে বলে আপনার সন্দেহ তার বসবাসের থানায়।

এই দুই থানায় আপনি সরাসরি নিজে গিয়ে থানার মুন্সি সাথে যগাযোগ করে অথবা পরিচিত কোন পুলিশ কনষ্টেবল বা এস.আই এর মাধ্যমে জানার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে যদি আপনার ভয় থাকে যে থানায় গেলে আপনার সমস্যা হতে পারে তাহলে আপনার কোন আত্মীয় বা স্থানীয় কোন প্রভাবশালীর সহযোগীতা নিতে পারেন। তারা গিয়ে আপনার নাম, বাবার নাম সংশ্লিষ্ট ঘটনার সম্ভব্য তারিখ সহ থানায় ব্যবহুত FIR(First Information Report) রেজিস্ট্রারের মামলা তালিকা থেকে দেখতে পারে।

থানায় মামলার তথ্য জানতে ব্যর্থ হলে আপনি সংশ্লিষ্ট জেলা বা মহানগর কোর্টে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক জেলা বা মহানগর কোর্টে একটি করে GR(General Register) Section বা GR শাখা থাকে। থানায় যদি কোন মামলা হয়, তাহলে নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে সেটি FIR করে কোর্টের জি.আর শাখায় পাঠানো হয়।

কোর্টের GR শাখায় যাওয়ার পর সেখানের দায়িত্ব প্রাপ্ত GRO(General Register Officer) মামলাটি GR(General Register) খাতায় তালিকাভুক্ত করে থাকেন। তাই উক্ত শাখায় গিয়েও মামলা চেক করেও জানা যাবে। এক্ষেত্রে যদি আপনি নিজে পারেন ভালো কথা। তবে উত্তম হলো কোন আইনজীবির সহযোগিতা নেয়া। তাহলে সহজে জানতে পারবেন থানায় আপনার নামে কোন মামলা হয়েছে কিনা।

কোর্টে মামলা আছে কিনা তা জানার উপায়।

বাংলাদেশে সকল কোর্টে প্রত্যেক থানার জন্য নির্ধারিত কোর্ট বা আদালত রয়েছে। মামলা হলে সেই থানা সংশ্লিষ্ট নির্ধারিত কোর্টে হবে। জেলার ক্ষেত্রে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা সি.জে.এম কোর্টে এবং মহানগরের ক্ষেত্রে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা হয়। মামলাটি প্রথমে নালিশী দরখাস্ত বা Complaint Petition এর মাধ্যমে আদালতের পেসকার বা বেঞ্চ সহকারীর নিকট জমা দেয়া হয়।

প্রত্যেক কোর্টে এই মামলা তালিকাভুক্ত করার জন্য একটি রেজিস্টার থাকে। পেসকার মামলাটি যখন আদালতের অনুমতির পর রেজিস্টারে তালিকাভুক্ত করে তখন তাকে  Complaint Register বা CR মামলা বলে।

আদালতে গিয়ে উক্ত সি.আর রেজিস্টার চেক করে আপনি নিজে বা কোন আইনজীবির মাধ্যমে মামলার তথ্য জানতে পারবেন। তবে উত্তম হলো কোন আইনজীবির সহায়তা নেয়া। এছাড়া কোর্টে কিছু কিছু মামলা হলে সমন জারী হয়ে আদালত আপনার নামে নোটিশ পাঠায়। যাতে আপনি আদালতের নির্ধারিত তারিখে হাজির হন।

উপরোক্ত দুটি পদ্ধতি ছাড়া আর কোন মাধ্যম নেই আপনার নামে বা কারো নামে কোন মামলা আছে কিনা তা জানার উপায়। থানা বা কোর্ট থেকে মামলা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে মামলা থেকে বাঁচার জন্য।

মামলা হওয়ার পর মামলার অবস্থা জানতে ভিজিট করতে পারেন নিম্মের ঠিকানায়ঃ

শেষ কথা।

যে কোন সমস্যা হলে সাথে সাথে সমজতা করার চেষ্টা করতে হবে। এর পরও যদি সমজতা না হয় তাহলে চোক কান খোলা রাখতে হবে এবং খোজ রাখতে হবে সংশ্লিষ্ট থানায়  বা কোর্টে। আর যদি মামলা হয়ে যায় তাহলে বিজ্ঞ আইনজীবির মাধ্যমে জামিনের ব্যবস্থা করতে হবে। তা নাহলে যে কোন সময় পুলিশ আপনাকে এরেস্ট করতে পারে।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

2 thoughts on “কারো নামে মামলা আছে কিনা জানার উপায়”

    • আপনি তথ্য গোপন করে হয়তো যেতে পারবেন। কিন্তু সেটা মোটেও উচিৎ নয়। মামলা হলে ফায়সালা করে যাওয়া ভালো। তানাহলে বিদেশ থেকে যখন আসবেন তখন আপনাকে ঝামেলায় পড়তে হবে।

      Reply

Leave a Comment