ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। বেসরকারী খাতের সর্ববৃহৎ এ বানিজ্যিক ব্যাংকটির প্রতি এদেশের মানুষের আগ্রহের কমতি নেই। মানুষের আগ্রহ ও ভালোবাসা থাকলেও অনেকে জানেনা ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম। তাই চলুন আলোচনা করা যাক ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি ব্যাংক। এটিকে সাধারন মানুষের কাছে প্রিয় ব্যাংক বলার কারণ হলো, এদেশের অন্যান্য আট-দশটি ব্যাংকের তুলহনায় এই ব্যাংকে একাউন্ট বা হিসাব খোলা অত্যান্ত সহজ।

যে কোন মানুষ একাউন্ট বা হিসাব খুলতে গেলে এই ব্যাংকের কর্মকর্তাগণ যত্নসহকরে সাধারন মানুষের একাউন্ট খুলে দেন। এই ব্যাংকে রয়েছে নানা ধরণের একাউন্ট। নিম্মে ইসলামী ব্যাংকের বিভিন্ন একাউন্টের নাম দেওয়া হলো।

ইসলামী ব্যাংকের কি কি ধরণের একাউন্ট রয়েছে।

Savings Accounts

Monthly Savings Schemes
Term (Fixed) Deposits

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

আমরা উপরোক্ত একাউন্টের মধ্য থেকে সবচেয়ে বেশি প্রয়োজন কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট এবং প্রাতিষ্ঠানিক সেভিংস একাউন্ট খোলার সহজ নিয়ম নিয়ে আলোচনা করবো।

ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর কারেন্ট একাউন্ট মূলত ব্যবসায়ীদের জন্য বেশি দরকারি। সাধারনত ব্যবসায়ী ছাড়া এই একাউন্ট খোলা যায় না। কারণ এই একাউন্টে প্রতিদিন লেনদেন করার সুযোগ থাকে। এই হিসাবে কোনো লাভ পাওয়া যায় না। শুধু মাত্র প্রতিদিন আনলিমিটেড টাকা আনা নেওয়া করা যায়।

কারেন্ট একাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই নিকটস্থ ইসলামী ব্যাংকের যেকোনো একটি শাখায় যেতে হবে। সাথে যেসব ডকুমেন্ট লাগবে তা হচ্ছেঃ

  1.  জাতীয় পরিচয় পত্রের/ পাসপোর্টের /ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (যে কোন একটি)।
  2.  ২ কপি সদ্য তোলা পাসপোর্সট সাইজের সত্যায়িত করা ছবি।
  3.  নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  4. একাউন্ট ধারী দ্বারা নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত ছবি।
  5. রেগুলার ট্রেড লাইসেন্স এর ফটোকপি
  6. ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জায়গা ভাড়া হলে চুক্তিনামা। জায়গা নিজের হলে যে কোন ইউটিলিটি বিলের কপি।
  7. এই ব্যাংকের যে কোন একজন কারেন্ট একাউন্ট ধারীর স্বাক্ষর। যার দ্বারা গ্রাহকের ছবিও সত্যায়িত করতে হয়।
  8. একাউন্ট ধারীর স্বাক্ষর।
  9.  কমপক্ষে ১ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট।

এছাড়া ব্যাংক অফিসার যাচাইয়ের স্বার্থে আরো কোন কাগজ দেখাতে চাইলে দেখাতে হবে।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংকের সব চেয়ে জনপ্রিয় একাউন্ট হলো সেভিংস একাউন্ট। ইসলামী ব্যাংকের বিভিন্ন ধরনের সেভিংস একাউন্ট রয়েছে। সাধারনত ব্যক্তিগত সেভিংস বা সঞ্চয়ী একাউন্ট অথবা মেয়াদী সঞ্চয়ী একাউন্ট খোলার জন্য ব্যক্তির বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হয়। নিম্মে কি কি ডকুমেন্ট লাগে তাহা দেওয়া হলো।

  1.  জাতীয় পরিচয় পত্রের/ পাসপোর্টের /ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (যে কোন একটি)।
  2.  ২ কপি সদ্য তোলা পাসপোর্সট সাইজের সত্যায়িত করা ছবি।
  3.  নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  4. একাউন্ট ধারী দ্বারা নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত ছবি।
  5. এই ব্যাংকের যে কোন একজন সেভিংস একাউন্ট ধারীর স্বাক্ষর। যার দ্বারা গ্রাহকের ছবিও সত্যায়িত করতে হয়।
  6. একাউন্ট ধারীর স্বাক্ষর।
  7.  মিনিমাম ১ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট।

এছাড়া ব্যাংক অফিসার গ্রাহকের ঠিকানা যাচাইয়ের স্বার্থে আরো কোন কাগজ দেখাতে চাইলে দেখাতে হবে।

প্রাতিষ্ঠানিক সেভিংস একাউন্ট খুলতে হলে

আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনি যদি আপনার প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে চান তাহলে আরও কিছু ডকুমেন্ট লাগবে। তা হচ্ছেঃ

  1. শিক্ষাপ্রতিষ্ঠান হলে ম্যানেজিং কমিতি দ্বারা রেজুলেশন থাকতে হবে সাথে।
  2. হিসাব পরিচালকের  ২ কপি সদ্য তোলা পাসপোর্সট সাইজের সত্যায়িত করা ছবি।
  3. জাতীয় পরিচয় পত্রের/ পাসপোর্টের /ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (হিসাব পরিচালকের যে কোন একটি)।
  4. কোম্পানি হলে মেমোরেন্ডাম আর্টিকেল অব এসোসিয়েশন দ্বারা সত্যায়িত অনুলিপি থাকতে হবে সাথে।

আরো জানুনঃ

ইসলামী ব্যাংকের সেলফিন(Sellfin) কি? সেলফিন একাউন্ট খোলার নিয়ম।

শেষ কথা

“ইসলামী ব্যাংক আমার ব্যাংক” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে নিয়মিত। বিশ্বের ১০০০টি সেরা ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ। এখানে যে কোন একাউন্ট খোলা যেমন সহজ তেমনি এই ব্যাংকের সেবার মান সব ব্যাংকের সেরা।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment