অনলাইনে ভোটার আইডি কার্ড চেক – NID Card Check

বিভিন্ন জরুরী প্রয়োজনে আমাদের জাতীয় পরিচয়পত্র চেক বা NID Card Check করার দরকার হয়। আজ আমরা আলোচনা করবো অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে। জেনে নিন মোবাইল দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম। NID Card Check.

আমাদের নানা প্রয়োজনে যে কোন ভোটার আইডি কার্ড চেক করার দরকার হয়। ভোটার আইডি কার্ড আসল কিনা নকল সেটা জানার জন্য এনআইডি কার্ড চেক বা যাচাই করতে হয়। আর ভোটার আইডি কার্ড চেক দুই ভাবে করা যায়। যেমন কম্পিউটার দিয়ে খুব সহজে ভোটার আইডি কার্ডের তথ্য চেক করা যায়। আবার মোবাইল দিয়েও ভোটার আইডি কার্ড চেক যায়। আজ আমরা আলোচনা করবো মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার সহজ নিয়ম সম্পর্কে।

আরো জানুনঃ 

ভোটার আইডি কার্ড ডাউনলোডের নিয়ম।

অনলাইনে ভোটার আইডি চেক।

জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে চেক করে যাচ্ছে যে কোন ভোটার আইডি কার্ডের তথ্য। আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে যাচাই করতে পারবেন যে কোন ভোটার আইডি কার্ড সঠিক না ভূয়া। এজন্য অনলাইনে পর্যায়ক্রমে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। নিম্মে তা আলোচনা করা হলো।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম।

আপনি যদি মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে চান, তাহলে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে GD Apps ইন্সটল করুন। এরপর রেজিস্টার ফর্মে ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখ লিখে যাচাই করুন বাটনে ক্লিক করলেই আপনি ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই বা চেক করতে পারবেন।

উক্ত GD Apps এর মাধ্যমে আপনি জানতে পারবেন-

  • জাতীয় পরিচয়পত্র নং।
  • জন্ম তারিখ।
  • ব্যক্তির নাম।
  • পিতার নাম।
  • মাতার নাম।

আপনার মোবাইল ব্যবহার করে জাতীয় পরিচয় পত্রের তথ্য চেক করার নিয়ম ছবি সহ কয়েকটি ধাপে বর্ণনা করা হল।

GD Apps ইন্সটল করুন।

আপনি প্রথমেই আপনার মোবাইলে জিডি অ্যাপটি ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে ওপেন করলে নিচের ইন্টারফেইসটি চলে আসবে।ভোটার আইডি চেক

এখানে দেখতে পাবেন দুটি বাটন রয়েছে। একটি নিবন্ধন আর অপরটি লগইন এখান থেকে আপনাকে নিবন্ধন বাটনে ক্লিক করে সামনের দিকে অগ্রসর হতে হবে।

পরিচয়পত্র যাচাই।

উপরের ফরমে নিবন্ধন বাটনে ক্লিক করলেই আপনার সামনে নিচের ফরমটি চলে আসবে।

ভোটার আইডি চেক

এখানে প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং এর নিচের কলামে জন্ম তারিখ বসিয়ে পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করুন।

ফটো যাচাই।

উপরের ফরমের নিচে পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করলেই আপনার সামনে নিচের ইন্টারফেইসটি চলে আসবে।

ভোটার আইডি কার্ড চেক

এখান থেকে আপনি পরিচয়পত্র নং, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম জানতে পারবেন। এভাবে আপনি যে কোন ভোটার আইডি কার্ড মোবাইলের মাধ্যমে চেক বা যাচাই করতে পারবেন।

শেষ কথা

এতো সময় আমরা জানতে পারলাম মোবাইল দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম বা অনলাইনে ভোটার আইডি চেক। ছবি সহ আরো বিস্তারিতভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে হলে ভিজিট করুন ldtax.gov.bd/citizen/register , এরপরে এখানে পূর্বের মত আপনাকে যা যা উল্লেখ করতে হবে তা হলো-

  1. যেকোন মোবাইল নাম্বার
  2. ১০ বা ১৭ ডিজিটের NID নাম্বার ( 13 সংখ্যা হলে NID নাম্বারের পূর্বে 4 ডিজিটের জন্ম সাল উল্লেখ করতে হবে। )
  3. আইডি কার্ড অনুযায়ী সঠিক জন্ম তারিখ।

সব শেষে ভোটার আইডি চেক করতে পরবর্তী পদক্ষেপে যেতে হবে, পরবর্তী পেইজে ব্যাক্তির নাম, ছবি, বাবা মার নাম পাওয়া যাবে।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment