Smart card বা NID স্মার্ট কার্ড অথবা ভোটার আইডি কার্ড যে নামে বলুননা কেন, যারা এই কার্ডের বা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু আইডি কার্ড বা NID Smart Card এখনো হাতে পাননি তারা অনলাইনে বা মোবাইল SMS এর মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার Smart card বা NID স্মার্ট কার্ড এর বর্তমান অবস্থা। আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো কি ভাবে অনলাইনে বা মোবাইলে SMS এর মাধ্যমে Smart card check করা যায়। চলুন জেনে নেই Smart card check 2024।
জাতীয় পরিচয়পত্রের বা ভোটার নিবন্ধন হওয়ার আবেদন করার পর অনেক দিন অপেক্ষা করতে হয়। বর্তমানে যেহেতু নির্বাচন কমিশন থেকে প্রত্যেক নিবন্ধদিত নাগরিককে Smart card দেওয়া হয়। সেহেতু আবেদনের পর কিছুদিন অপেক্ষা করতে হয়।
NID স্মার্ট কার্ড বা Smart card হাতে পাওয়ার পূর্বে আমাদের কারো কারো বিশেষ প্রয়োজনে স্মার্ট কার্ডের অবস্থা জানার প্রয়োজন হয়। অথবা আমাদের মধ্যে যাদের পূরাতন আইডি কার্ড বা নতুন Smart card হাতে রয়েছে সেটি যাচাই করারও বিশেষ প্রয়োজন হয়ে পড়ে।
এই সব প্রয়োজনীয়তার আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশন নাগরিকদের ভোটার আইডি কার্ড বা Smart card অনলাইনে বা মোবাইলে SMS এর মাধ্যমে চেক করার ব্যবস্থা করেছে। এখন যে কেউ ইচ্ছে করলেই তার হাতে থাকা NID Smart card Status Check করতে পারবেন।
এছাড়া যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তারাও তাদের NID Smart card Status Check করে জানতে পারবেন আপনার Smart card কোন অবস্থায় আছে। চলুন আলোচনা করা যাক Smart card check 2024।
NID বা Smart card check করতে যা যা দরকার।
বর্তমানে Smart card check 2024 করতে আপনাকে কয়েকটি বিষয়ের প্রস্তুতি থাকতে হবে। আর সেগুলো হলো-
- ভোটার আইডি নম্বর সাথে থাকতে হবে(যারা পূরাতন আইডি কার্ড বা স্মার্ট কার্ড হাতে পেয়েছেন)।
- ফরম নম্বর( যারা নতুন আবেদন করেছেন কিন্তু Smart card হাতে পাননি)।
- আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ।
- একটি স্মার্ট মোবাইল ফোন বা কম্পিউটার।
Smart card check 2024।
বর্তমানে আমরা Smart card check 2024 দুই ভাবে করতে পারি। যথা-
- অনলাইনের মাধ্যমে Smart card check।
- মোবাইলে SMS এর মাধ্যমে Smart card check।
অনলাইনের মাধ্যমে Smart card check।
Online এর মাধ্যমে Smart card check 2024 করতে নিম্মের কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। যথা-
১ম ধাপ- ওয়েবসাইটে প্রবেশ।
Smart card check 2024। NID Smart Card Status অনলাইনে Check চেক করার জন্য প্রথমে ভিজিট করতে হবে- services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই ঠিকানায়। এখানে প্রবেশ করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে নিচের ইন্টারফেসে।
দ্বিতীয় ধাপ- NID বা Smart card এর তথ্য প্রদান।
Smart card check 2024 চেক করতে দ্বিতীয় ধাপে উপরের পেইজে নিম্মের তথ্যগুলো সঠিক ভাবে পূরন করতে হবে।
- জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা NID বা Smart card নম্বর।
- যারা নতুন আবেদন করেছেন,এখনো স্মার্ট কার্ড হাতে পাননি তাদের জন্য ফরম নম্বর।
- আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ।
- ক্যাপচা কোড পূরন।
- সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অপশন পেইজে।
তৃতীয় ধাপ-NID বা Smart card Status Check।
প্রথম পেইজে আসার পর দ্বিতীয় ধাপে যাবতীয় তথ্য সঠিক ভাবে পূরন করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া হবে Smart card status check অপশনে। এখান থেকে আপনি যাচাই করতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্রের অবস্থা।
উপরের পেইজে বা Smart card Status এ যে সব বিষয়গুলো দেওয়া থাকবে তা হলো-
- Status- অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড তৈরী হয়েছে কিনা। তৈরী হয়ে থাকলে Complete দেখা যাবে।
- Box ID-আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়ে থাকলে তার একটি Box ID থাকে। আইডি কার্ড নির্বাচন কমিশন অফিস থেকে আনার সময় এই Box ID প্রয়োজন হবে।
- Comp ID- একটি Comp ID থাকবে যেটির মাধ্যমে জানা যাবে কারা সম্পন্ন করেছে।
- District-আপনার নিজ জেলার নাম।
- Upozila-নিজ উপজেলার নাম।
- Voter Area-অর্থাৎ আপনি কোন এলাকার ভোটার সেটা দেওয়া থাকবে।
- Contact Address- শেষে আপনার ভোটার আইডি কার্ড সংক্রান্ত কোন সমস্যায় যেখানে যোগাযোগ করতে হবে।
আরো জানুনঃ
মোবাইলে SMS এর মাধ্যমে Smart card check।
যদি আপনি মোবাইলে Smart card check 2024 করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন SC NID NID-No। তারপর মেসেজটি Send করুন 105 নম্বরে। ফিরতি মেসেজে আপনার NID নম্বর ও Smart Card Status জানিয়ে দেয়া হবে।
মোবাইল SMS ফরমেট=
যেমন-NID নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য SMS Format: SC NID 1234567890 এবং Send করুন 105 নম্বরে।
যারা নতুন ভোটার বা জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছেন এখনো স্মার্ট কার্ড হাতে পাননি তারা-
ফরম নম্বর বা ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখার জন্য মোবাইলে SMS লেখার ফরমেট SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ লিখে 105 নাম্বারে পাঠাতে হবে। তারপর ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার Smart NID card এর বর্তমান অবস্থা সম্পর্কে।
যেমন ফরম নম্বর দিয়ে মোবাইলে SMS লেখার ফরমেটঃ SC F 12345678 D 01-01-2001 এবং Send করুন 105 নম্বরে। এখানে তারিখের স্থলে আপনার জন্ম তারিখ লিখবেন।
FAQ’s
মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবো কিভাবে?
আসলে মোবাইল নম্বর দিয়ে সরাসরি Smart card check করার কোন ব্যবস্থা নেই।
স্ট্যাটাস Complete দেখাচ্ছে কিন্তু কার্ড পাননি?
অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার পর যদি Complete দেখায় তা হলে আপনি আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে smart NID card সংগ্রহ করতে পারেন।
বাংলাদেশে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্মার্ট কার্ড প্রদানে ১-২ বছর সময় লাগতে পারে।
শেষ কথা
বর্তমানে সকল নাগরিকদের জাতীয় জীবনে স্মার্ট কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সময় এটি চেক করার প্রয়োজন হতে পারে। তাই উপরের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি নিজে নিজেই জানতে পারবেন Smart card check 2024 এর নিয়ম।