চেক লেখার নিয়ম ( সব ব্যাংকের )

চেক হলো একটি আর্থিক নথি যাহা ব্যাংক থেকে টাকা উত্তোলনের সবচেয়ে কার্যকর এবং নির্ভরযোগ্য মাধ্যম। আমরা প্রতিনিয়ত ব্যবসা বানিজ্য এবং বিভিন্ন লেনদেনের জন্য এই চেকের ব্যবহার করে থাকি। আর এই চেক লিখতে গিয়ে অনেকেই নানা ধরনের ভুল করে থাকে। যারা চেক লিখতে নানা জটিলতায় পড়ে যান তাদের জন্য এই আর্টিকেলটি। চলুন বিস্তারিতভাবে জেনে নেই চেক লেখার নিয়ম ২০২৩

আমরা চেক লেখার নিয়ম জানার আগে আমাদের জানা দরকার চেক কি? কোথায় চেক পাওয়া যায় বা কারা এটি ইস্যু করে। চলুন চেকের সাথে পরিচিত হই।

চেক কাকে বলে?

কোন গ্রাহক কর্তৃক,তার ব্যাংকের প্রতি, তার হিসাব হতে নির্দিষ্ট পরিমান অর্থ বাহক বা আদিষ্ট ব্যক্তিকে প্রদানের জন্য তারিখ সহ স্বাক্ষরিত একটি শর্তহীন লিখিত আদেশকেই চেক বলা হয়। চেক একটি হস্তান্তরিত দলিল।

১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৬ ধারায় বলা হয়েছে যে, A “cheque” is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand.

অর্থাৎ চেক হলে এক ধরনের বিনিময় বিল যা কোন নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা হয় এবং যার অর্থ চাহিবামাত্র পরিশোধ্য।

আরো জানুনঃ

চেক কোথায় বা কারা ইস্যু করে?

সকল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য চেক ইস্যু করে থাকে। গ্রাহক ব্যাংকে গিয়ে ব্যাংক প্রদত্ত একটি রিকুইজেশন ফরম পূরণ করে জমা দিলেই একসপ্তাহের মধ্যে চেক সরবরাহ করে থাকে। চেকের জন্য রিকুইজেশন ফরম পূরণ করতে কয়েকটি তথ্য আপনাকে দিতে হবে। যথা-

  • তারিখ।
  • আপনার ঠিকানা।
  • চেক পাতার সংখ্যা।
  • মোবাইল নম্বর।
  • স্বাক্ষর।

রিকুইজেশন ফরমের সামনে এবং পিছনে নাম ও স্বাক্ষর করতে হয়)।

চেক লেখার নিয়ম

চেক লেখার বিষয়ে আমাদের মধ্যে অনেকেরই স্বচ্ছ ধারনা নেই। তাই চেক লিখতে গিয়ে কাটা কাটি, ঘষা-মাজা করে থাকে। এর কারন হচ্ছে অনেক প্রকারের চেক রয়েছে। একেক প্রকার চেক একেক ভাবে লিখতে হয়। আজ আমরা এই আর্টিকেলটিতে চেক লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।

একটি চেকের পাতার সামনে এবং পিছনে মোট ৬ টি অংশ থাকে। যথা-

  1. Date(তারিখ)।
  2. Pay to( যাকে দেওয়া হবে বা নিজে হলে নিজ)।
  3. The Sum of Taka(টাকার পরিমান কথায়)।
  4. Tk.(টাকার পরিমান অংকে)।
  5. Please Sign Above This Lin(স্বাক্ষরের লাইন)।
  6. Endores Here(অনুমোদন  করা)।

উপরের চেকের ছয়টি অংশের মধ্যে ৫ টি প্রথম পাতায় আর পিছনের পাতায় একটি।

Date- তারিখ

একটি চেকের উপরের ডান দিকের কর্নারে তারিখ লেখার স্থানটি বক্স আকারে দেওয়া থাকে। এখানে প্রথম দুটি ঘরে দিন, পরের দুটি ঘরে মাস এবং শেষের ৪ টি ঘরে সন বসবে। দিন ও মাস লেখার ক্ষেত্রে ১ থেকে ৯ তারিখ লিখতে প্রথ ঘরে শুন্য বসাতে হবে। মাস লিখতেও একই রকম ১ থেকে ৯ মাস পর্যন্ত আগেরদ ঘরে শুন্য বসাতে হবে।

Pay to( যাকে দেওয়া হবে বা নিজে হলে নিজ)।

Pay to অর্থ আপনি যাকে চেকটি দিবেন তার নাম। অথবা আপনি নিজে টাকা তুললে নিজ লিখে সামনের খালি জায়গায় সোজাসোজি একটি দাগ টেনে দিন। যাতে সামনের খালি জায়গায় কিছু লেখা না যায়। যেমন আব্দুর রহমান সাহেব কে যদি যেক দেন তাহলে কিখুন আব্দুর রহমান কে। আর যদি আপনি যান তাহলে লিখুন নিজ।

The Sum of Taka(টাকার পরিমান কথায়)।

এখানে আপনি মোট কত টাকা তুলতে চাচ্ছেন সেটা কথায় বা বানান করে লিখতে হবে। যেমন -চল্লিশ হাজার টাকা,

Tk.(টাকার পরিমান অংকে)।

আপনি যে পরিমান টাকা তুলবেন সেটা মোট বা অংকে লিখুন। যেমন-৪০,০০০/-।

Please Sign Above This Lin(স্বাক্ষরের লাইন)।

চেকের নিচে ডানদিকে একটি ডাগ টানা রয়েছে। বলা হচ্ছে দয়া করে এই লাইনের উপরে আপনার স্বাক্ষর করেন। অর্থাৎ লাইনের উপরে আপনার স্বাক্ষর করতে হবে। মনে রাখতে হবে একাউন্ট খোলার সময়ে আপনি ফরমে যে স্বাক্ষর দিয়েছিলেন হুবাহু সেই রকম স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর না মিললে ব্যাংক টাকা দিবেনা।

Endores Here(অনুমোদন  করা)।

পিছনের বামপাশে Endores Herer নামে একট লেখা পাবেন। তার নিচে দুইটি লাইন দেখতে পাবেন। এখানে আপনার নামটি বা স্বাক্ষর ২ বার দিন। তার নিচে আপনার মোবাইল নম্বরটি লিখে দিন।

আরো জানতে ক্লিক করুনঃ

চেক লেখায় ভুল হলে করণীয়।

আপনি যদি কখনো চেক লিখতে ভুল করে থাকেন বা অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়ে যায় তখন করণীয় কি? সেটা আমাদের জানা দরকার। ভুল বা কাটা কাটি অথবা ঘষামাজা হলে চিন্তিত না হয়ে যেখানে ভুল লিখেছেন, সেটা সঠিকভাবে লিখে তার পাশে আপনি একটি স্বাক্ষর করে দিলেই হয়ে যাবে। এছাড়া কাটা কাটি অথবা ঘষামাজা হলেও তার পাশে একটি স্বাক্ষর করে দিন, তাহলেই হবে।

শেষ কথা।

যখন আমরা চেক লিখবো তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে, আমার লেখাটি স্পস্ট হবে কিনা। কেননা হাতের লিখাটি স্পস্ট না হলে ব্যাংকে চেকের টাকা পরিশোধে অনেক ঝামেলা হয়। তাই চেক লেখার ক্ষেত্রে সতর্ক হয়ে লেখা উচিৎ।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

2 thoughts on “চেক লেখার নিয়ম ( সব ব্যাংকের )”

  1. স্যার আমি ইংরেজিতে কথায় (Eighty Thousand only) লেখে একটা চেক দিয়েছিলাম আরেকজন কে, ভুলে taka লেখি নাই এখন চেক টা কি গ্রহণ যোগ্য 😔

    Reply

Leave a Comment