BMET Smart Card Check. বিএমইটি স্মার্ট কার্ড চেক করুন অনলাইনে।

আপনি কি BMET Smart Card বা ম্যানপাওয়ার কার্ডের জন্য আবেদন করেছেন? এখনো হাতে পাননি? আপনার ম্যানপাওয়ার কার্ড রেডি হয়েছে কিনা তাহাও জানেন না। আপনার জন্য আজকের এই আর্টিকেলটি। আজ আমরা জানবো অনলাইনে BMET Smart Card বা ম্যানপাওয়ার কার্ডে চেক করার নিয়ম। চলুন জেনে নেই BMET Smart Card Check করার নিয়ম।

বিদেশে যাওয়ার জন্য  Passport, Work Permit, Visa সহ অন্যান্য সমস্ত কাগজপত্র তৈরী করার পর সবশেষের কাজ হলো BMET Smart Card নেওয়া। কেননা এটি ছাড়া আপনি বাংলাদেশের ইমিগ্রেশন বা এয়ারপোর্ট ত্যাগ করে বিমানে উঠতে পারবেননা।

তাই আমাদের মধ্যে বিশেষ করে যারা বিদেশে যাওয়ার ইচ্ছে পোষণ করে থাকি, তাদের অবশ্যই জানা থাকা দরকার BMET Smart Card বা ম্যানপাওয়ার কার্ড অথবা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড কি? এটি কোথা থেকে নিতে হয় এবং সবশেষে এই কার্ড চেক করার নিয়ম। 

BMET Smart Card কি?

BMET এর পূর্ণরূপ হলো BUREAU OF MANPOWER EMPLOYMENT AND TRAINING। এটি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়য়ের অধীনে একটি প্রতিষ্ঠান। যাকে বাংলায় বলা হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।

বাংলাদেশ থেকে কোনো কর্মী বা ব্যক্তি যদি বৈধভাবে বিদেশ যেতে চান তবে তাকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে প্রশিক্ষণ, ছবি ও ফিঙ্গার প্রিন্ট দেওয়ার মাধ্যমে একটি কার্ড বা অনুমতি পত্র নিয়ে তারপরে যেতে হবে।

আপনি যে বাংলাদেশের নাগরিক এবং বিদেশে যাওয়ার জন্য সম্পূর্ণ ফিট তার প্রমান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে নেওয়া কার্ডটি।

আর এই কার্ড বা অনুমতিপত্রকেই বলা হয়- BMET Smart Card বা ম্যানপাওয়ার কার্ড অথবা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড।

আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে,  বিদেশে যাওয়ার জন্য আপনি Passport, Work Permit, Visa সহ অন্যান্য সমস্ত কাগজপত্র তৈরী করেছেন কিন্তু BMET Smart Card বা ম্যানপাওয়ার কার্ড অথবা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নেননি, তো আপনি কোনভাবেই বৈধ ভাবে বিদেশে যেতে পারবেননা। কেননা এটি ছাড়া এয়ারপোর্ট চেড়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয়।

BMET Smart Card Check.

আপনি বিদেশে যাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে Work Permit, Visa সহ অন্যান্য কাগজপত্র রেডি করেছেন। অতপর এজেন্সি আপনার জন্য BMET Smart Card বা ম্যানপাওয়ার কার্ড অথবা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড এর জন্য আবেদন করেছে।

আবেদনের প্রক্রিয়ায় আপনি প্রশিক্ষণ নিয়েছেন এবং ছবি ও ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। কিন্তু এখনো কার্ডটি হাতে পাননি। যার কারনে বিমানের টিকিট কাঠতে পারছেননা।

এমতাবস্থায় আপনি চাইলে অনলাইনের মাধ্যমে চেক করে জেনে নিতে পারেন। চেক করার মাধ্যমে জানতে পারবেন আপনার ম্যানপাওয়ার কার্ড বা ম্যানপাওয়ায়ার ক্লিয়ারেন্স কার্ড অথবা BMET Smart Card এর বর্তমান অবস্থা।

BMET Smart Card check করতে যা যা প্রয়োজন।

  • একটি স্মার্ট মোবাইল ফোন বা কম্পিউটার।
  • সাথে ইন্টারনেট সংযোগ।
  • পাসপোর্ট নম্বর বা BMET আবেদনের আইডি নম্বর।

বিএমইটি বা BMET Smart Card Check করার মাধ্যম।

  1. আমি প্রবাসি ওয়েব পোর্টালের মাধ্যমে।
  2. আমি প্রবাসি মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে।

আপনি আমি প্রবাসি ওয়েব পোর্টাল ব্যবহার করে চেক করতে পারেন অথবা মোবাইলের প্লে স্টোর থেকে আমি প্রবাসি App,s ডাউনলোড করে সেটির মাধ্যমেও চেক করতে পারেন।

বিএমইটি বা BMET Smart Card Check করার নিয়ম।

আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন বা যে কোন একটি কম্পিউটারের মাধ্যমে BMET Smart Card Check করতে পারবেন। যা এখন একেবারেই সহজ।

আমি প্রবাসি(amiprobashi.com) ওয়েব পোর্টালের মাধ্যমে নিম্মের ধাপগূলো অবলম্বন করে আপনি ঘরে বসেই BMET Smart Card Check করতে পারবেন।

১ম ধাপঃ ওয়েব পোর্টালে প্রবেশ।

আপনার ম্যানপাওয়ার কার্ড বা ম্যানপাওয়ায়ার ক্লিয়ারেন্স কার্ড অথবা BMET Smart Card এর বর্তমান অবস্থা চেক করার জন্য প্রথমে প্রবেশ করতে হবে https://amiprobashi.com/ এই ঠিকানায়। এখানে প্রবেশ করার পর আপনার সামনে নিম্মের পেইজটি চলে আসবে।

BMET Smart Card Check.

২য় ধাপঃ Clearance Card অপশনে প্রবেশ।

১ম ধাপের পেইজে আসারপর একেবারে উপরের মেনুবার লাইনে অনেকগুলো অপশন রয়েছে। সেখান থেকে Clearance Card অপশনে  ক্লিক করে প্রবেশ করতে হবে। Clearance Card অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাওয়া হবে নিম্মের পেইজে।

BMET Smart Card Check.

উপরের BMET Smart Clearance Card এর পেইজে প্রবেশ করলে তিনটি অপশন রয়েছে। যথা-

  1. Apply for Clearance(বিএমইটি স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে এই অপশনে যেতে হবে)।
  2. Get Smart Clearance Card(বিএমইটি স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য এই অপশনে যেতে হবে)।
  3. Track Application(বিএমইটি স্মার্ট কার্ড বা BMET Smart Clearance Card/ম্যানপাওয়ার কার্ড চেক করার জন্য এই অপশনে যেতে হবে)।

৩য় ধাপঃ Track Application অপশনে প্রবেশ।

২য় ধাপের উপরের পেইজে আসার পর ৩টি অপশনের সর্ব ডানের Track Application অপশনে প্রবেশ করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাওয়া হবে নিচের পেইজে।

BMET Smart Card Check.

এই পেইজে আসার পর ডান পাসে দেখা যাচ্ছে ২টি অপশন দেখা যাচ্ছে। যথা-

  1. Enter passport number or Clearance application ID(যাহা বিএমইটি স্মার্ট কার্ডের আবেদনের সময় দেওয়া হয়েছে)।
  2. Search.

এই দুটি অপশনের প্রথমটিতে পাসপোর্ট নম্বর বসিয়ে নিচের Search আপশনে ক্লিক করতে হবে। পাসপোর্ট নম্বর বা application ID যে কোন একটি ব্যবহার করলেই হবে। তবে সচারচার passport number ব্যবহার করা হয়।

চতুর্থ ধাপঃ BMET Smart Card Check.

৩য় ধাপে পাসপোর্ট নম্বর বা application ID যে কোন একটি বসিয়ে নিচের Search আপশনে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার BMET Smart Card বা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড অপশনে। যদি আপনার কার্ড রেডি হয়ে থাকে তাহলে নিম্মের পেইজের পত আপনার BMET Smart card দেখা যাবে।

BMET Smart Card Check.

এই পেইজে ব্যাক্তির যাবতীয় তথ্য দেখা যাবে। যেমন-

  • Name(ব্যাক্তির নাম)।
  • Passport Number(ব্যাক্তির পাসপোর্ট নম্বর)।
  • Visa Number(ভিসা নম্বর)।
  • Country(যে দেশে যাবে সেই দেশের নাম)।
  • Application Date(যে দিন আবেদন করা হয়েছে সেই তারিখ)।
  • Employer Name(যে কোম্পানিতে চাকুরী হবে সেই কোম্পানীর নাম)।
  • BRA(যে রিক্রুটিং এজেন্সি কাজ করছে তার নাম এবং রেজিঃ নং)।
  • Job( চাকুরীর ধরনের নাম)।

এরপর নিচের অংশে কোন কোন পর্যায় অতিক্রম করে আবেদনটি অনুমোদন করা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে টিক চিহ্ন দেওয়া হয়েছে।

BMET Smart Card Check.

এখন আপনি এটি ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

আরো জানুনঃ

শেষ কথা।

যারা বিদেশে যাওয়ার ইচ্ছা পোষন করেন বা বিদেশে যাওয়ার যাবতীয় কার্যক্রম শেষ। এখন মাত্র BMET Card বাকী রয়েছে তাদের জন্য উপরের প্রক্রিয়াটি (BMET Smart Card Check) জানা থাকা একান্ত প্রয়োজন। আসা করি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে নিজে নিজেই চেক করতে পারবেন BMET Smart Card Check.

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment