ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করুন সহজেই।

আপনি কি ড্রাইভিং লাইসেন্সের আবেদনের কার্যক্রম শেষ করেছেন? এখন অপেক্ষা করছেন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার? আর ভাবছেন আপনার ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা কি? এসব প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই আর্টিকেলটি। আজ আমরা জানবো কিভাবে সহজে ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়। চলুন জেনে নেই,ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪।

ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর ফিল্ড টেস্ট,বায়োমেট্রিক(ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল ছবি ও আঙ্গুলের ছাপ) সহ অন্যান্য কাজ শেষে প্রার্থীকে অপেক্ষা করতে হয়। কেননা এটি সংশ্লিষ্ট সার্কেল অফিসে অনুমোধন হওয়ার পর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টের জন্য চলে যায়।

এই সময় আপনি যাতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জানতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা, সেটার ব্যবস্থা করেছে BRTA বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (সংক্ষেপে বিআরটিএ)। আজ আমরা জানবো অনলাইনে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স চেক কিভাবে করা যায়।

ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪।

বর্তমানে BRTA প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স ৩ ভাবে চেক করা যায়। অর্থাৎ ৩টি পদ্ধতি অবলম্বন করে ড্রাইভিং লাইসেন্স এর অবস্থা বা স্ট্যাটাস চেক করা যায়। যথা-

  1. DL চেকার এপসের মাধ্যমে।
  2. BRTA ওয়েবসাইটের মাধমে।
  3. মোবাইলে এসএমএস এর মাধ্যমে।

আজ আমরা উপরের এই তিনটি পদ্ধতি ব্যবহার করে কিভাবে সহজেই জানতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের অবস্থা তা আলোচনা করবো।

এছাড়া পূরাতন ড্রাইভিং লাইসেন্স যাচাই বা চেক করতে পারবেন এই তিন পদ্ধতি ব্যবহার করে। চলুন আলোচনা করা যাক।

DL চেকার এপসের মাধ্যমে।

BRTA প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স চেক করার সবচেয়ে সহজ উপায় হলো DL চেকার এপস। কোন রকমের নিবন্ধন ছাড়াই এটি ব্যবহার করা যাবে। মোবাইলের Play Store থেকে সার্চ বাটনে DL Checker App লিখে সার্চ করতে হবে। DL Checker লেখার সাথে সাথে নিচের ইন্টারফেইসটি চলে আসবে।

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম।

এরপর অ্যাপটি ইন্সটল করে open করতে হবে। ওপেন করলেই নিচের ইন্টারফেইসটি চলে আসবে।

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম।

এখানে এসে তিনটি বিষয় আপনাকে পূরণ করতে হবে। যথা-

  1. DL No.অথবা BRTA Ref. No.
  2. আবেদনকারীর জন্ম তারিখ।

আপনার আবেদনে কার্যক্রম তথা বায়োমেট্রিক(ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল ছবি ও আঙ্গুলের ছাপ) শেষ হওয়ার পর একটি স্লিপ দেওয়া হয় BRTA থেকে। সেখানে রেফারেন্স নম্বর পাওয়া যাবে। আর ড্রাইভিং লাইসেন্স থাকলে সেখানে লাইসেন্স নম্বর পেয়ে যাবেন।

উপরের দুটি তথ্য পূরন করে নিচের সবুজ চিহ্নিত Search বাটনে ক্লিক করলে নিচের মতো আপনার ড্রাইভিং লাইসেন্সের চিত্রটি চলে আসবে।

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম।

এখান থেকেই আপনি আপনার লাইসেন্সের তথ্য পেয়ে যাবে। যেমন-

  • আপনার নাম।
  • আপনার বাবার নাম।
  • জন্ম তারিখ।
  • ড্রাইভিং লাইসেন্স নম্বর ইত্যাদি।

BRTA ওয়েবসাইটের মাধমে।

ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস বা অবস্থা চেক করতে হলে প্রথমেই BRTA পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার মাধ্যমে একটি পাসওয়ার্ড নিতে হবে।

আবেদনকারীর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে BRTA ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪

ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানে ড্যাস বোর্ডে বিভিন্ন তথ্য দেখা যাবে।

ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪

ড্যাস বোর্ডে থেকেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের অবস্থা জানতে পারবেন।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে।

মোবাইলে SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক বা যাচাই করা সবচেয়ে সহজ। কেননা যে কোন মোবাইল দ্বারা ইন্টারনেট ছাড়া চেক বা যাচাই করা যায়।

প্রথমে- আপনি আপনার মোবাইলের SMS অপশনে যান।

দ্বিতীয়- এরপর টাইপ করুন DL<space> ড্রাইভিং লাইসেন্স নম্বর/DL.Ref. নম্বর।

তৃতীয়- অতঃপর পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে।

কিছুক্ষণ পর বা মেসেজ পাঠানোর ২- ৫ মিনিটের মধ্যেই ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স যাবতীয় তথ্য পেয়ে যাবেন ।

তবে মনে রাখতে হবে বর্তমানে শুধু মাত্র স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বা লাইসেন্সের আবেদনের তথ্য যাচাই করা যাবে ।

শেষ কথা।

আশা করি উপরের লেখাটি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪ এবং নিজে নিজেই চেক করতে পারনেব আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস এবং যাচাই করতে পারবেন নতুন পূরাতন ড্রাইভিং লাইসেন্সের সঠিকতা।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment