খাজনা রশিদ ডাউনলোড করার নিয়ম।

জমির খাজনা দেওয়ার পর অনেক সময় আমাদের খাজনা রশিদটি বা দাখিলাটি হারিয়ে যায়। আমরা কিভাবে রশিদটি বা দাখিলাটি পূণরায় ডাউনলোড করবো তা নিয়ে আজকের আলোচনা। চলুন জেনে নেই খাজনা রশিদ ডাউনলোড করার নিয়ম।

জমির খাজনা কি?

জমিজমা থাকলে প্রতিবছর বাংলাদেশ সরকার দ্বারা নির্ধারিত পরিমানে খাজনা পরিশোধ করতে হয়। প্রাচীনকালে সরকারের বা রাজাদের রাজস্ব আয়ের এটি ছিল প্রধান উৎস।

বর্তমানেও সরকারের বিভিন্ন আয়ের উৎসের মধ্যে একটি অন্যতম উৎস হল এই ভূমিকর। তাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উচিত তাদের ভূমিকর যেন সময় মতো পরিশোধ করে দেন।

জমির খাজনা রশিদ কি?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের এক সিদ্ধান্ত মোতাবেক ২০২২ ইং সনের ১লা সেপ্টেম্বর থেকে যাবতীয় ভূমি সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা শুরু করেছে।

ভূমি মন্ত্রনালয়ের ভিবিন্ন অনলাইন সেবার মধ্যে অন্যতম সেবা হচ্ছে জমির খাজনা প্রদান। আগে জমির খাজনা দিতে নাগরিকদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এখন আর সে সমস্যা নেই। ঘরে বসেই পারে জমি খাজনা প্রদান করতে।

জমির খাজনা অনলাইনে পরিশোধের পর যে রশদটি পাওয়া যায় সেটাকে জমির খাজনা রশিদ বলা হয়। এটাকে আবার দাখিলাও বলা হয়।

খাজনা রশিদের প্রয়োজনীয়তা।

জমির খাজনা প্রদানের পর অনেক সময় আমাদের খাজনা রশদটি হারিয়ে যায়। তখন বিভিন্ন প্রয়োজনে খাজনা রশদটি একান্ত দরকার। যেমন-জমি রেজিস্ট্রারি, ব্যাংক লোন ইত্যাদি।

তাই আজ আমরা জানবো জমির খাজনা প্রদানের পর খাজনা রশিদ বা দাখিলা হারিয়ে গেলে পূনরায় কিভাবে রশিদ ডাউনলোড করা যায়। চলুন জেনে নেয়া যাক, জমির খাজনা রশিদ ডাউনলোড করার নিয়ম।

আরো জানুনঃ

খাজনা রশিদ ডাউনলোড করার নিয়ম।

আপনি যখন খাজনা প্রদান করেছেন তখন আপনার নামে একটি প্রফাইল তৈরি করেছেন।

এই প্রফাইলের মাধ্যমেই আপনি আপনার জমির খাজনা রশিদ ডাউনলোড করতে পারবেন।

এই জন্য প্রথমে প্রবেশ করুন land.gov.bd এই ঠিকানায়।

ওয়েবসাইটে প্রবেশঃ

খাজনা রশিদ ডাউনলোড করার জন্য প্রথমে আপমাকে প্রবেশ করতে হবে এই land.gov.bd ঠিকানায়।

উক্ত ঠিকানায় প্রবেশের পর আপনার সামনে নিচের ইন্টারফেইসটি ওপেন হবে।

খাজনা রশিদ

উক্ত পেইজের ভূমি উন্নয়ন কর এ ক্লিক করলেই নিচের পেইজটি ওপেন হবে।

মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদানঃ

খাজনা রশিদ

উপরের পেইজে নাগরিক লগইন অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নং এবং পাসওয়ার্ড চাওয়া হবে।

মোবাইল নং এবং পাসওয়ার্ড প্রদান করে নিচে লগইন করুন বাটনে ক্লিক করতে হবে।

অতঃপর লগইন করুন বাটনে ক্লিক করলে নিচের পেইজটি ওপেন হবে।

খাজনা রশিদ

এখান থেকে দাখিলা অপশন ক্লিক করলে নিচের পেইজটি ওপেন হবে।

খাজনা রশিদ

এই পেইজে জমির মালিকের নাম দেখা যাবে। যার নামে ইতোপূর্বে আপনি খাজনা প্রধান করেছেন।

আর খাজনা প্রদান করতে মালিকের নামে মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে একটি প্রফাইল তৈরি করেছেন।

আপনার জমির মালিকের নামের বরাবর সামনে বিস্তারিত বাটনে ক্লিক করুন।

খাজনা রশিদ ডাউনলোড বা প্রিন্টঃ

উপরের পেইজে বিস্তারিত বাটনে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত জমির খাজনা রশিদটি নিচের ছবির মতো আপনার সামনে ওপেন হবে।

খাজনা রশিদ

অতঃপর উক্ত খাজনা রশিদটি আপনার প্রয়োজনীয় কাজের জন্য প্রিন্ট করে সংররক্ষণ করুন। এভাবে জমির খাজনা রশদটি ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হবে।

শেষ কথা।

এতক্ষণ আমরা জমির খাজনা রশিদ ডাউনলোড করার নিয়ম জানলাম। আশা করি সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকরে পড়লে আপনি নিজেই মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে জমির খাজনা রশিদটি ডাউনলোড করতে পারবেন।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment