বিডিএস জরিপ ২০২৩। Bangladesh Digital Survey

বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এই দেশে মানুষের চেয়ে জমির পরিমান খুবই কম। তাই প্রতিনিয়তই জমি-জমা নিয়ে দন্ধ হয়। নাগরিকদের জমি সংক্রান্ত সমস্যা নিরসনের লক্ষেই সরকার শুরু করেছে বিডিএস জরিপ ২০২৩। চলুন বিস্তারিত ভাবে জেনে নেই বিডিএস জরিপ ২০২৩।

যে কোন দেশের সরকার তার দেশের প্রয়োজনে কিছু দিন পর পর সমস্ত ভূমির পরিমাপ বা জরিপ করে থাকে। আমাদের দেশেও একাধিকবার ভূমির জরিপ পরিচালিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় বিটিশ আমল থেকে শুরু হয় ভূমি জরিপ। এদেশে প্রথম জরিপ হয় ১৮৮৮ ইং সালে। যাকে বলা হয় ক্যাডেস্ট্রাল সার্ভে বা সি.এস জরিপ। এটি শুরু হয় ১৮৮৮ সালে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে। আর শেষ হয় ১৯৪০ সালে দিনাজপুর জেলায়।

বিডিএস জরিপ ২০২৩।

বিডিএস জরিপ ২০২৩ জানার আগে আমরা জেনে নেই আমাদের দেশে কি কি জরিপ হয়েছে এবং কখন হয়েছে। যথা-

  • ক্যাডেস্ট্রাল সার্ভে বা সি.এস জরিপ (১৮৮৮ হতে ১৯৪০ পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়)।
  • এস.এ জরিপ বা State Acquisition Survey/Pakistan Survey (১৯৫৬ হতে ১৯৬২ পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়)।
  • আর.এস জরিপ বা Revesional Survey (১৯৬৩ হতে ১৯৭৩ পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়)।
  • বি.এস বা Bangladesh Survey/মহানগর বা City Jarip (১৯৯০ হতে বর্তমান সময় পর্যন্ত এই জরিপ পরিচালিত হচ্ছে)।
  • বর্তমানে চলছে বিডিএস  জরিপ বা Bangladesh Digital survey।

আজ আমরা আলোচনা করবো বা জানবো বিডিএস  জরিপ বা Bangladesh Digital survey সম্পর্কে। তো চলুন জেনে নেই বিডিএস  জরিপ বা Bangladesh Digital survey কি।

বিডিএস জরিপ কি

ইংরেজি B.D.S বা বিডিএস এর পূর্ণরুপ হলো Bangladesh Digital Survey। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই জরিপ পরিচালিত হচ্ছে বলে একে বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বলা হয়।

আরো জানুনঃ 

  1. ভূমি জরিপ। জেনে নিন CS,SA, RS, PS, BS জরিপ কি?
  2. জমি রেজিস্ট্রি খরচ 2023।

বিডিএস জরিপ কখন শুরু হয়

বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ শুরু হয় ২০২২ ইং সনের ৩রা আগস্ট। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে বিডিএস জরিপের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছিলেন ভূমিমন্ত্রী।এই পাইলট প্রগ্রামের সাফল্যের ওপর ভিত্তি করে পরবর্তীতে চট্টগ্রাম থেকে পূর্ণাঙ্গ বিডিএস কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

বিডিএস জরিপের লক্ষ্য ও উদ্দেশ্য

বাংলাদেশের বিডিএস জরিপের মুল লক্ষ্য-উদ্দেশ্য হলো-

  • ভূমি ব্যবস্থপনাকে ডিজিটালাইজেশন করা।
  •  সম্পূর্ণ বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে ভূসম্পদ জরিপ শেষ করা
  • মাঠে গিয়ে জরিপের প্রয়োজনীয়তা কমিয়ে আনা।
  • প্রাকৃতিক কারনে কোন ধরনের বিচ্যুতি না হলে রিভিশনাল সার্ভে না করা।
  • ডিজিটাল ম্যাপ পার্টিশন সুবিধা দেওয়া।
  • ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে আসা।
  • ভূমি ব্যবস্থপনাকে দুর্নীতি মুক্ত করা।
  • নাগরিকদের হয়রানি বন্ধ করা।

কিভাবে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত

এটি একটি পাইলট প্রগ্রাম যাহা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। সফল হলে এটিকে বেইজ ধরে সারা বাংলাদেশে পর্যায়ক্রমে বিডিএস জরিপ পরিচালিত হবে। ফলে সাধারন মানুষ যেমন উপকৃত হবে তেমনি ভূমি ব্যবস্থপনাকে ডিজিটালাইজেশন ও স্বচ্ছতায় নিয়ে আসা যাবে।

বাংলাদেশ ডিজিটাল সার্ভে হচ্ছে প্রযুক্তি নির্ভর। এই জরিপ করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। ড্রোন ও ফোর জেনারেশন প্রযুক্তি ব্যবহার করে এই জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাইতো এই জরিপ কার্যক্রম খুব অল্প সময়ের মধ্যেই সারা দেশে সম্পন্ন হবে।

আরো জানতে ক্লিক করুনঃ

  1. অনলাইনে খতিয়ান বের করার নিয়ম
  2. জমি মাপার সূত্র-২০২৩।

শেষ কথা।

আগে ভূমি জরিপ নিয়ে সাধারন মানুষের মধ্যে একটি ভিন্ন ধারনা ছিলো। প্রবাদ ছিলো, যেখানে হয় জরিপ, সেখানের মানুষ হয় গরিব।এই ধারনা পরিবর্তন হয়ে যাবে বিডিএস জরিপের মাধ্যমে। ডিজিটাল প্রযুক্তির এই জরিপের ফলে সাধারন মানুষের মধ্যে ভূমি সংক্রান্ত অনেক সমস্যা মিঠে যাবে।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

2 thoughts on “বিডিএস জরিপ ২০২৩। Bangladesh Digital Survey”

Leave a Comment