পুলিশ ক্লিয়ারেন্স চেক করার উপায়। Police clearance check

বাংলাদেশ পুলিশ বিভাগ অনলাইনে খুব সহজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা গ্রহণ করার ব্যবস্থা করেছে। আপনি ঘরে বসে অনলাইনে কয়েক মিনিটেই পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন। চলুন জেনে নেই,পুলিশ ক্লিয়ারেন্স চেক করার উপায়।

আধুনিক যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সরকারী বেসরকারী প্রায় সব সেবাই ডিজিটালাইজ করা হচ্ছে। এই ডিজিটালাইজেশনের অংশ হিসেবেই বাংলাদেশ পুলিশ বিভাগ তাদের সমস্ত সেবা কার্যক্রম অনলাইনের মাধ্যমে নিয়ে আসতেছে।

এখন জিডি করন, পুলিশ পাস, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আমাদের দেশে চাকুরী করতে, বিদেশ ভ্রমন বা বিদেশে চাকুরী বা ব্যবসা করতে বিদেশে যেতে পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়। বিশেষ করে বিদেশের জন্য পাসপোর্ট বা ভিসা পেতে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স একান্ত দরকার।

পুলিশ ক্লিয়ারেন্স চেক করার উপায়।

বিদেশে যাওয়ার জন্য যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, কিন্তু ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখনো হাতে পাননি। আপনার আবেদনের অবস্থা কি বা কোন পর্যায় আপনার আবেদনটি রয়েছে, তা এখন সহজেই জানতে পারবেন অনলাইনের মাধ্যমে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করে এখন আর খোজ নেওয়ার জন্য অফিসে যাওয়ার প্রয়োজন নেই। বর্তমানে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে আবার এর অবস্থা জানার মাধ্যমও অনলাইন। অতএব এখন মাত্র দুই মিনিটেই অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন।

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করে এর অবস্থা জানতে পারবো দুই ভাবে। যথা-

  1. অনলাইনের মাধ্যমে।
  2. মোবাইল এস.এম.এস এর মাধ্যমে।

এখন আপনার আবেদনের সর্বশেষ অবস্থা কিভাবে জানতে হবে তার সম্পূর্ণ প্রক্রিয়া চিত্রসহ দেখানো হলো। তবে তার আগে আমরা জানবো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক করতে কি কি দরকার।

পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্য যা প্রয়োজন।

আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদনের অবস্থা চেক করার জন্য তিনটি তথ্যের একান্ত দরকার, তা হলো-

  1. রেফারেন্স নাম্বার।
  2. পাসপোর্ট নাম্বার।
  3. রেজিস্টারড বা নিবন্ধিত মোবাইল নাম্বার।

সাধারণত যখন আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি তখন আবেদনের শেষে একটি আইডি নাম্বার বা রেফারেন্স নাম্বার থাকে বা দেওয়া হয়। এও রেফারেন্স নাম্বার বা আইডি নাম্বার আর পাসপোর্ট নাম্বারটি প্রয়োজন হবে চেক করতে। তাই আবেদনের শেষে প্রদান করা আইডি নাম্বার বা রেফারেন্স নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে।

কেননা উক্ত রেফারেন্স নাম্বার বা আইডি নাম্বার ছাড়া আবেদনের অবস্থা চেক করা যাবে না। সাথে থাকতে হবে একটি রেজিস্টারড বা নিবন্ধিত মোবাইল নাম্বার। অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নামে নিবন্ধিত হতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স চেক করার উপায় ।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইনে নিবন্ধন করতে হবে। অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি রেজিষ্ট্রেশন করে নিতে হবে। তবে অনলাইনে আবেদন করার সময় যদি আপনি নিবন্ধন করে থাকেন সেই পাসওয়ার্ড ও মোবাইল নম্বর থাকলে আপনার আর ২য় বার নিবন্ধনের দরকার নেই।

অর্থাৎ যখন অনলাইনে আবেদন করার জন্য নিবন্ধন করা হয়েছে তখন একটি পাসওয়ার্ড তৈরী করা হয়েছে। নিবন্ধন করতে যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে আবেদনের অবস্থা চেক করতে সেই মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে। সাথে সেই সময়ের পাসওয়ার্ড দরকার হবে।

আর যদি সেই পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে পূণরায় নিবন্ধন করার সুযোগ রয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পর নিম্মের কয়েকটি ধাপ অবলম্বন করে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হবে।

প্রথম ধাপঃ ওয়েবসাইটে প্রবেশ।

পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে এই https://pcc.police.gov.bd/ লিঙ্কে। এখানে প্রবেশ করার পর আপনার সামনে নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স চেক।

উপরের পেইজে আসার পর একেবারে উপরে My Account অপশনে ক্লিক করতে হবে। My Account অপশনে ক্লিক করার পর আপনার সামনে নিচের পেইজটি চলে আসবে।

পুলিশ ক্লিয়ারেন্স চেক।

দ্বিতীয় ধাপঃ মোবাইল নং ও পাসওয়ার্ড দিন।

প্রথম পেইজের My Account অপশনে ক্লিক ক্লিক করার পর যখন উপরের অপশনটি চলে আসবে। তখন আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিতে হবে। মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দেওয়ার পর নিচে Sign in বাটনে ক্লিক করতে হবে।

৩য় ধাপঃ আবেদনের তথ্য পূরন।

উপরের পেইজের নিচে Sign in বাটনে ক্লিক করার পর আপনার প্রফাইল সম্ভলিত নিচের পেইজটি চলে আসবে। যেখানে আবেদনকারী ব্যক্তির প্রফাইল দেখা যাবে। উপরের অংশে থাকবে ব্যক্তির প্রফাইল এবং নিচের অংশে থাকবে Application Information। মূলত Application Information এর তিনটি অপশন পূরণ করতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স চেক।উক্ত পেইজের নিচে Application Information এ

  1. প্রথমে রেফারেন্স নম্বর।
  2. পাসপোর্ট নম্বর।
  3. নিবন্ধিত মোবাইল নম্বর লিখুন।

সবশেষে ডানপাশের সার্চ বাটনে ক্লিক করুন।

চতুর্থ ধাপঃ আবেদনের অবস্থা চেক।

সমস্ত তথ্য সঠিক হলে,সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই নিচের মতো আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন।পুলিশ ক্লিয়ারেন্স চেকএখানে আপনিযে সব বিষয় দেখতে পাবেন তা হলো-

  • আপনার নাম,
  • মোবাইল নং,
  • আবেদনের তারিখ,
  • জেলা ও থানার নাম,
  • থানার ওসির মোবাইল নম্বর এবং IO বা তদন্তকারী কর্মকর্তার নাম দেখতে পাবেন।
  • সর্ব ডানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এর অবস্থা বা current status দেখতে পাবেন।

আরো জানুনঃ

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন এর নিয়ম। 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এর বিভিন্ন স্ট্যাটাস।

আপনি যখিন পুলিশ ক্লিয়ারেন্স যাচাই করতে যাবেন তখন বিভিন্ন status দেখতে পাবেন। তাই কোন status এর অর্থ কি বা কোন status দেখে আপনি কি বুঝবেন তা নিম্মে আলোচনা করা হলো।

  • Pending for Payment: current status এ pending for Payment দেখলে আপনি বুঝবেন আপনার ফি যথাযথ ভাবে পরিশোধ সম্পন্ন করা হয় নি। Payment সম্পন্ন হলে এই status চলে যাবে।
  • Application Submitted: এই status দেখলে আপনাকে বুঝতে হবে আপনার আবেদন যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আপনাকে অবেক্ষা করতে হবে।
  • Payment Receive: এই status দেখলে আপনাকে বুঝতে হবে আপনার ফি যথাযথ ভাবে পরিশোধ সম্পন্ন করা হয়েছে।
  • Under Verification: এই status এর অর্থ আপনার আবেদন সংশ্লিষ্ট থানা কর্তৃক তদন্ত বা Verification চলমান।
  • Certificate Printed: এই status এর অর্থ সংশ্লিষ্ট থানা কর্তৃক তদন্ত বা Verification শেষে আপনার সব তথ্য ঠিক থাকলে রিপোর্ট বা সার্টিফিকেট প্রিন্ট করা হয়েছে।
  • By OC: এর মানে তদন্ত কর্মকর্তা কর্তৃক Verification ও প্রিন্টের পর সেটা থানার OC কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
  • Signed By DC/SP: এই status এর অর্থ সংশ্লিষ্ট থানার OC কর্তৃক স্বাক্ষরের পর সেটা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলার/ মহানগরের DC/SP এর স্বাক্ষরের জন্য।
  • Ready For MoFA Verification: এটা দেখলে আপনাকে বুঝতে হবে আপনার রিপোর্ট পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বা SP অথবা স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কর্মকর্তার কাছে। আর এই প্রক্রিয়াকে MoFA Verification বলে।
  • Ready for delivery: MoFA Verification এর পর উপরের সব status চলে গিয়ে Ready for delivery status চলে আসবে। তার মানে আপনার রিপোর্ট প্রদান করার জন্য প্রস্তুত।
  • Delivered: উপরের সব কাজ শেষে যখন রিপোর্ট আপনার নাগালে চলে আসবেন তখন এই status দেখাবে।
  • Application Reject: যদি আপনি আই status দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনার আবেদনটি সঠিভাবে করা হয়নি। অথবা আপনি কোন তথ্য ভুল দিয়েছেন। যার কারনে আবেদনপত্রটি Reject বা বাতিল করা হয়েছে।

SMS এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক।

মোবাইলের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন  PCC <space>  S <space> Reference Number এবং সেন্ড করুন 26969 নাম্বারে। ফিরতি এসএমএসে আপনার আবেদনের বর্তমানের স্ট্যাটাস জানানো হবে।

উদাহরনঃ  PCC S xxxxxxxx

শেষ কথা।

পুকিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক করা বর্তমানে একেবারেই সহজ। উপরের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি মাত্র ২ মিনিটেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অবস্থা জানতে পারবেন।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

4 thoughts on “পুলিশ ক্লিয়ারেন্স চেক করার উপায়। Police clearance check”

  1. ভাই আমি আজ ১০ দিন ধরে এস এম এস দিয়ে যাচ্ছি কিন্তু ফিরতি মেসেজ আসে না।
    কি করবো?
    আর আমি যেখানে আবেদন করছি সেটা অনেক দূরে।সেখানে গিয়া যোগাযোগ করবো?

    Reply

Leave a Comment