মোবাইল ব্যাংকিং বিষয়ে আমরা সবাই কমবেশি জানি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি অনেকে জানে। আবার হয়তোবে কেউ কেউ এখনো জানেন না। চলুন জেনে নেই সেলফিন(Sellfin) কি, সেলফিন একাউন্ট খোলার নিয়ম। এই পোস্টে আরো বিস্তারিত জানবেন সেলফিন একাউন্টের সুবিধা।
সেলফিন(Sellfin) কি?
সেলফিন (Cellfin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর ডিজিটাল ওয়ালেট সার্ভিস। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের জন্য এটি একটি মিনি ব্যাংক শাখা হিসাবে ব্যবহার করা যেতে পারে।
কি না করা যায় এখানে,ব্যাংক একাউন্ট খোলা,ব্যালেন্স ট্রান্সফার করা,স্টেটমেন্ট দেখা,বিল পরিশোধ করা,চেকের জন্য আবেদন করা ইত্যাদি সবই করা যাবে মোবাইলের মাধ্যমে। শুধু তাই নয় ব্যাংকিং এর বহু সুবিধা রয়েছে ইসলামী ব্যাংকের এই অ্যাপটিতে।
সেলফিন একাউন্ট খোলার জন্য কি লাগবে?
ব্যাংকে যাওয়া ছাড়া কিংবা কোনো ধরনের ব্যাংক একাউন্ট ছাড়াই ঘরে বসে খোলা যাবে সেলফিন একাউন্ট। সেলফিন একাউন্ট খুলতে যা যা প্রয়োজন।
- বয়স কমপক্ষে ১৮বছর হতে হবে।
- এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কার্ড থাকতে হবে।
- সচল একটি মোবাইল সিমকাড থাকতে হবে।
- একটি স্মার্টফোন থাকতে হবে যাতে সেলফিন অ্যাপ ব্যবহার করা যাবে।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
সেলফিন একাউন্ট খোলার জন্য গুগোল প্লে স্টোর থেকে প্রথমে Sellfin Apps ডাউনলোড করতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করে সেলফিন একাউন্ট খুলে ফেলতে পারবেন। একাউন্ট খোলার সময় কোন তথ্য সেলফিন অ্যাপে ভুল দিবেন না। কেননা ভুল তথ্য দিলে একাউন্টটি ভেরিফাই হবে না। নিম্মের ধাপগুলো অনুসরণ করে সেলফিন একাউন্ট খুলে ফেলুন।
- প্রথমে গুগোল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নিন।
- অ্যাপটি ইন্সটল সম্পন্ন হলে অ্যাপটি খুলুন।
- এবার Registration বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নাম্বার প্রদান করুন, মোবাইলে একটি ওয়ান টাইম গোপন কোড বা OTP কোড পাঠানো হবে। এটি ভেরিফেকেশন কোডও বলা হয়ে থাকে। ভেরিফেকেশন কোডটি দিয়ে পরবর্তী ধাপে যান।
- এবার আপনার ভোটার আইডির সামনে ও পিছনের দুটি ছবি ভাল করে তুলুন। ছবি যেন স্পষ্টভাবে উঠে। ছবিতে কোনভাবেই ঝাপসা থাকা যাবে না। ভোটার আইডির ছবি সাবমিট করার পর আপনার সকল তথ্য দেখাবে, কোন ভুল থাকলে সংশোধন করে নিবেন। আপনার পেশা ও বর্তমান ঠিকান অ্যাপে লিখে দিন।
- এখন আপনার সেলফি তুলতে হবে। সেলফি তোলার সময় চোখে কোন সানগ্লাস কিংবা স্টাইলিস্টভাবে ছবি উঠানো যাবে না। আপনার সেলফি ও ভোটার আইডির ছবির মধ্যে অমিল থাকলে ভেরিফেকেশনে সমস্যা হতে পারে।
সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে আপনার সেলফিন একাউন্ট একটিভ হয়ে যাবে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যে একাউন্ট একটিভ হয়ে যায়। তবে কখনো কিছু কিছু সময় বেশি লাগে। সে ক্ষেত্রে আপনাকে ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে।
সেলফিন একাউন্ট খুলতে ইসলামী ব্যাংকের ভিডিও টিউটোরিয়াল দেখতে ক্লিক করুন এই ঠিকানায়।
সেলফিন ব্যবহারের সুবিধা।
- মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত টাকা লেনদেন করা যাবে
- ঘরে বসে যে কোনো ধরনের বিল দিতে পারা যায়।
- মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোন অপাটরে।
- তালিকাভূক্ত সকল শপিং মল কিংবা অনলাইন শপ থেকে কেনাকাটার বিল পেমেন্ট করা যাবে
- অন্য কাউকে টাকা পাঠানোর অনুরোধ করতে পারবেন।
- দেশের যেকোনো লোকাল নাম্বারে ব্যবহার করা অন্য সেলফিন ব্যবহারকারীকে টাকা পাঠানো যাবে।
- দেশের বাইরে থেকেও এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
- দেশের মধ্যে ব্যবহারের জন্য ভিসা কার্ড নিতে পারবেন
- এছাড়াও নগদ ও বিকাশ অ্যাপে সরাসরি টাকা ট্রান্সফার দেওয়া যাবে কোন প্রকার চার্জ ছাড়াই।
শেষ কথা
সেলফিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সর্বোত্তম ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা। এই সেবার মাধ্যমে বর্তমানে ব্যাংকিং সেবার প্রায় ৮০% কাজ ঘরে বসেই সম্পন্ন করা যায়। তাই সাধারন একটি স্মার্ট মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে যে কেউ এই সেবাটি গ্রহন করতে পারবেন।
বিকাশ, নগদ থেকে টাকা আমি ( সেনফিন ব্যবহারকারী) গ্রহণ করতে পারবো না? নাকি শুধু পাঠাতে পারবো?
না, শুধু পাঠাতে পারবেন।