জমি ক্রয়ের জন্য দরদাম ঠিক করার পরই আমাদের মাথায় আসে রেজিস্ট্রি খরচ নিয়ে। যারা জমির রেজিস্ট্রি খরচ ২০২৩ নিয়ে চিন্তিত তাদের জন্য আজিকের এই লেখাটি। চলুন জেনে নেই জমি রেজিস্ট্রি খরচ 2023 বা জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়।
জমি রেজিস্ট্রি খরচ 2023
একটি জমির দলিল রেজিস্ট্রি করতে কত টাকা লাগে বা মোট কত টাকা খরচ হয় তা আমাদের জানা একান্ত জরূরী। তা নাহলে আমাদের পড়তে হবে দালালদের খপ্পরে। এতে আমদের অনেক টাকা নস্ট হয়ে যাবে। তাই এই লেখাটি আপনি পড়লে নিজে নিজেই বিস্তারিত জানতে বা বের করতে পারবেন জমি রেজিস্ট্রি খরচ 2023।
আরো জানুন জমি ক্রয় করার নিয়ম এই লিংকে।
জমি রেজিস্ট্রি খরচ 2023
জমির রেজিস্ট্রি খরচ বা ফি এলাকা ভেদে কমবেশি হয়ে থাকে। আর এই রেজিস্ট্রি খরচ বা ফি দুইভাবে আমরা হিসাব করতে পারি। যথা-
- ওয়েবসাইট বা মোবাইল এপসের মাধ্যমে।
- সাধারন ভাবে হিসাব করে।
ওয়েবসাইট বা মোবাইল এপসের মাধ্যমে।
সহজে দলিলের রেজিস্ট্রি খরচ বা ফি বের করা যায় এই লিংকে ( https://fees.dolil.com/) প্রবেশ করে। এই লিংকে প্রবেশ করার পর আপনাকে নিচের পেইজে নিয়ে যাওয়া হবে।
উপরের পেইজের সব আপশনগুলো যথাযথ ভাবে পূরণ করে ফলাফল বাটনে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন নিচের হিসাবের পাইজটি। সেখানে আপনি দেখতে পাবেন কোন ফি কত টাকা।
এবাভে আমরা সহজেই নিজে নিজে বের করতে পারবো জমির দলিল রেজিস্ট্রি ফি বা খরচ কত।
সাধারনভাবে হিসাব করে।
সাধারন ভাবে আমরা দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রি ফিস, অতিরিক্ত কর, উৎস কর, জেলা/পৌরকর ইত্যাদি ফিস হিসাব করে দিয়ে থাকি। সকল দলিলের ফিসের হার সমান নয়, দলিলের প্রকৃতি ও এলাকা অনুসারে তার ফিসের হার নির্ধারিত হয়ে থাকে। নিম্মে খাতওয়ারী বিভিন্ন ফি আলোচনা করা হলো।
রেজিস্ট্রেশন ফি- হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা। দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।
স্টাম্প শুল্ক- হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫% টাকা। দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ কোড নং ১১৬২১০২ তে জমা করতে হবে।
স্থানীয় সরকার কর- দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা। স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেড এ সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নম্বরে পে-অর্ডারের মাধ্যমে জমা করতে হবে।
উৎস কর (53H)– ক) জেলা সদরের পৌরসভা ব্যতীত অন্যান্য পৌরসভার ক্ষেত্রে দলিল মূল্যের উপর ২% টাকা। খ) অন্যান্য এলাকার জন্য দলিল মূল্যের উপর ১% টাকা। এলাকা ও অবস্থান ভেদে জমির দলিল খরচ ভিন্ন হয়ে থাকে।
নিম্মে একটি উদাহরনের মাধ্যমে সহজেই আমরা বের করতে পারবো একটি দলিল রেজিস্ট্রি ফি কত।
যেমন কোন মৌজার ২০ শতাংশ জমির বিক্রিত দলিল মূল্য ৫,০০,০০০/- টাকা । তাহলে আমরা নিম্মোক্ত হিসাবের মাধ্যমে উক্ত জমির দলিল রেজিস্ট্রি খরচ বা ফি বের করতে পারি।
- রেজিস্ট্রি ফিঃ ৫,০০,০০০/-এর ১%=৫০০০/- টাকা।
- স্ট্যাম্প শুল্ক ফিঃ ৫,০০,০০০/-এর ১.৫%=৭৫০০/- টাকা।
- স্থানীয় সরকার ফিঃ ৫০০০০০/- এর ৩%=১৫০০০/- টাকা।
- উৎস কর ফিঃ ৫০০০০০/- এর ১%=৫০০০/-টাকা(ইউনিয়ন এলাকার জন্য) এবং পৌরসভা এলাকার জন্য ৫০০০০০/- এর ২%=১০০০০/- টাকা।
- অন্যান্য ফি সমূহ-
- হলফনামা- ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা।
- ই-ফি- ১০০/- টাকা।
- এন.ফি-প্রতি প্রতি পৃষ্ঠায় বাংলা ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ১৬ টাকা ৷ প্রতি পৃষ্ঠায় ইংরেজি ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ২৪ টাকা।
- এন.এন. ফি(নকল নবীশগনের পারিশ্রমিক)- প্রতি পৃষ্ঠায় বাংলা ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ এর জন্য ২৪ টাকা ৷ প্রতি পৃষ্ঠায় ইংরেজি ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ৩৬ টাকা
- নোটিশ ফি- সম্পত্তি হস্তান্তরের নোটিশ আবেদন পত্রের জন্য কোর্ট ফি ১০/- টাকা।
(বিঃ দ্রঃ- এন ফি এবং ই ফি রেজিস্ট্রিশন ফি এর সাথে পে অর্ডারের মাধ্যমে ১৪২২২০১ নং কোড ব্যবহার করে স্থানীয় সোনালী ব্যাংকে জমা প্রদান করতে হবে ৷ এবং এন,এন ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা প্রদান করতে হবে )
শেষ কথা
আসা করি এই লেখাটি আপনি শুরু থেকে শেষে পর্যন্ত পড়লে রেজিস্ট্রিশন ফি বা জমি রেজিস্ট্রি খরচ 2023 বের করতে আর আসুবিধা হবেনা।
Many many thanks.
Thanks very much. Would you please tell whether the calculation has been updated after July 2023?
হলফনামা ফি আপনি বললেন ৩০০টাকা কিন্তু রংপুরে একজন দলিল লেখক বললেন ৪৩০০ টাকা। এরকম কি হতে পারে। জামাবেন প্লিজ।
হলফনামা ফি ৩০০ টাকা নির্ধারিত। যেটা ৩০০টাকার স্ট্যাম্পে দিতে হয়।
জমি রেজিস্ট্রেশনের নতুন ফি (যা কমানো হয়েছ) সেটা কি শুরু হয়েছে?
না, এখনো শুরু হয়নি।
জমি রেজিষ্ট্রেশন খরচ কমানো হয়েছে ?
না, কমানো হয়নি।
ভাই আমি নয় লক্ষ টাকা দিয়ে পাচ শতাংশ জমি কিনেছি গ্রামে। প্রশ্ন হলো জমি রেজিস্ট্রার করতে কত টাকা খরচ হবে।
আপনি আপনার দলিলের রেজিস্ট্রি খরচ বা ফি বের করতে পারেন অনলাইন ফিস ক্যালকুলেটর ব্যবহার করে এই লিংকে ( https://fees.dolil.com/) প্রবেশ করে।
আমার একটা জমি রেজিস্ট্রেশন করতে চাই ২ বিঘা খরচ কমাতে চাইলে কি ভাবে করলে ভালো হয়। পরামর্শ আবশ্যক।
আপনি যে মৌজায় জমি রেজিস্ট্রেশন করতে চান, সেই মৌজার জমি বিক্রির রেট আগে জেনে নিন। মৌজা রেট বা দর অনুযায়ী দলিলের রেট বা দর লেখালে খরচ কম হবে। মৌজা রেটের কম লেখানোর কোন সুযোগ নেই।
আমি ঢাকার দোহারে একটা জমি কিনেছি ৩৪ শতাংশ । দাম ১৭ লাখ টাকা । এখনো রেজিষ্ট্রেশন করা হয়নি , এখন শুনেছি রেজিষ্ট্রেশন খরচ অনেক বেশি ? যদি আমাকে একটা আনুমানিক হিসাব দিতেন ,যে কত টাকা আসতে পারে আমার রেজিষ্ট্রেশন খরচ ? আমি অনেক উপক্রিত হতাম ।
আপনি https://fees.dolil.com/ এই ঠিকানা ব্যবহার করে নিজে নিজেই হিসাব করতে পারবেন।
পচায় দোকান লেখা দলিলে
266 বর্গফুট উল্লেখ করা তার জন্য কি প্রতি বর্গফুটে 1000টাকা করে ফিস দিতে হবে তেমন 266*1000=266000টাকা অতিরিক্ত ফিস দিতে হবে।
জনাব আপনার বিষয়টি স্পস্ট করে লিখুন।